TRENDING:

Purulia Tour : ৪০০ বছরের প্রাচীন দুর্গাপুজো দেখবেন? আসুন পুরুলিয়ার এই রাজপ্রাসাদে, মুগ্ধ হয়ে যাবেন

Last Updated:

Purulia Tour : ৪০০ বছর ধরে ঐতিহ্য বজায় রেখেছে বাঘমুন্ডি রাজবাড়ির দুর্গাপুজো, কী বলছেন বর্তমান প্রজন্মের উত্তরসূরী!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায় : জেলার ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে নজর কাড়ে বাঘমুন্ডি রাজবাড়ির দুর্গাপুজো। এই পুজো প্রায় ৪০০ বছরের পুরনো। বর্গী আক্রমণের সময়কাল থেকে এই পুজোর সূচনা হয়েছে বলে রাজবাড়ি সূত্রে জানা গিয়েছে। প্রতিবছর জেলার বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি ভিন রাজ্য থেকেও বহু মানুষ ভিড় করেন এই দুর্গাপুজো দেখতে। এরই পাশাপাশি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসা পর্যটকেরাও এই পুজো দেখতে ভিড় জমান।
advertisement

রাজতন্ত্রের অবসান ঘটলেও বছরের পর বছর ঐতিহ্য বজায় রয়েছে বাঘমুন্ডির রাজবাড়ির দুর্গাপুজোর। এ বিষয়ে রাজ পরিবারের বর্তমান উত্তরসূরী ভবানীপ্রসাদ সিংহদেও বলেন, বিগত ৪০০ বছর ধরে মহাধুমধামের সঙ্গে তাদের বাড়িতে দুর্গাপুজো হয়ে আসছে। এটা তাদের কাছে ঐতিহ্যের। ‌এটাই বাঘমুন্ডির প্রথম দুর্গাপুজো।

আরও পড়ুন : ৩৫০ বছরের প্রাচীন প্রথা মেনে শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে হবে কাত্যায়নীর আরাধনা

advertisement

এ বিষয়ে  রাজ পরিবারের পরবর্তী প্রজন্মের সদস্য জগন্নাথ সিংহদেও বলেন, বংশ পরম্পরায় তাদের পরিবারে এই পুজো হয়ে আসছে। সারা বছর তারা এই বছর অপেক্ষায় থাকেন। যে-ভাবে তাদের পূর্বপুরুষেরা এই দুর্গাপুজো করে এসেছেন আগামিদিনে তারাও এই পুজো একইভাবে করে যাবেন।

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

দুর্গাপুজোতে বহু পর্যটক অযোধ্যা পাহাড় বেড়ানোর পরিকল্পনা করে থাকেন। এই সময় অনেকেই বেড়ানোর পাশাপাশি গ্রামবাংলার রাজবাড়ির পুজোগুলি দেখতে পছন্দ করেন। তাই বহু পর্যটকের অযোধ্যা বেড়ানোর তালিকায় লিস্টে থাকে বাঘমুন্ডির এই রাজবাড়ির পুজো।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Purulia Tour : ৪০০ বছরের প্রাচীন দুর্গাপুজো দেখবেন? আসুন পুরুলিয়ার এই রাজপ্রাসাদে, মুগ্ধ হয়ে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল