রাজতন্ত্রের অবসান ঘটলেও বছরের পর বছর ঐতিহ্য বজায় রয়েছে বাঘমুন্ডির রাজবাড়ির দুর্গাপুজোর। এ বিষয়ে রাজ পরিবারের বর্তমান উত্তরসূরী ভবানীপ্রসাদ সিংহদেও বলেন, বিগত ৪০০ বছর ধরে মহাধুমধামের সঙ্গে তাদের বাড়িতে দুর্গাপুজো হয়ে আসছে। এটা তাদের কাছে ঐতিহ্যের। এটাই বাঘমুন্ডির প্রথম দুর্গাপুজো।
আরও পড়ুন : ৩৫০ বছরের প্রাচীন প্রথা মেনে শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে হবে কাত্যায়নীর আরাধনা
advertisement
এ বিষয়ে রাজ পরিবারের পরবর্তী প্রজন্মের সদস্য জগন্নাথ সিংহদেও বলেন, বংশ পরম্পরায় তাদের পরিবারে এই পুজো হয়ে আসছে। সারা বছর তারা এই বছর অপেক্ষায় থাকেন। যে-ভাবে তাদের পূর্বপুরুষেরা এই দুর্গাপুজো করে এসেছেন আগামিদিনে তারাও এই পুজো একইভাবে করে যাবেন।
দুর্গাপুজোতে বহু পর্যটক অযোধ্যা পাহাড় বেড়ানোর পরিকল্পনা করে থাকেন। এই সময় অনেকেই বেড়ানোর পাশাপাশি গ্রামবাংলার রাজবাড়ির পুজোগুলি দেখতে পছন্দ করেন। তাই বহু পর্যটকের অযোধ্যা বেড়ানোর তালিকায় লিস্টে থাকে বাঘমুন্ডির এই রাজবাড়ির পুজো।