TRENDING:

Traditional Durga Puja: পটে আঁকা চিত্রে দশভূজার আরাধনা, ৫০০ বছরের প্রাচীন পুরুলিয়ার মনিহারার ব্যানার্জী পরিবারের দুর্গাপুজো 

Last Updated:

পুরুলিয়া জেলার কাশীপুরের মনিহারার ব্যানার্জী পরিবারের দুর্গাপুজো আজও এক বিরল ঐতিহ্যের সাক্ষী। এখানে প্রতিমা নয়, পটে আঁকা চিত্রে দশভূজার আরাধনা হয়ে থাকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার কাশীপুরের মনিহারার ব্যানার্জী পরিবারের দুর্গাপুজো আজও এক বিরল ঐতিহ্যের সাক্ষী। এখানে প্রতিমা নয়, পটে আঁকা চিত্রে দশভূজার আরাধনা হয়ে থাকে।
advertisement

আজ থেকে প্রায় ৫০০ বছর আগে শুরু হয়েছিল এই পুজো। ব্যানার্জী পরিবার আজও পূর্বপুরুষ প্রদত্ত ঐতিহ্যবাহী পথ অনুসরণ করেই এই প্রাচীন পুজো পালন করে আসছে। পটে আঁকা দশভূজার চিত্রের পাশাপাশি পুজোর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় ঘটপুজোও।

ব্যানার্জী পরিবারের অন্যতম সদস্য হীরালাল ব্যানার্জী জানান, ” এখন যেখানে পুজো হয়, আগে সেখানে ঘন জঙ্গল ছিল। পঞ্চকোট রাজবংশের রাজা মনিলাল সিংহ দেওয়ের পুত্র বর্গী হামলার ভয়ে এই অঞ্চলে আশ্রয় নেন। সেখানে তাঁকে রক্ষা করেন মনিহারার ব্যানার্জী পরিবারের পূর্বপুরুষেরা। সেই থেকে ব্যানার্জী পরিবার ও রাজ পরিবারের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে মনিলাল সিংহ দেও মনিহারার ব্যানার্জী পরিবারকে রাজবংশের ৫২টি মৌজার সম্পত্তি দান করেন। এই উপহার প্রাপ্তির পরই ব্যানার্জী পরিবার রাজপরিবারের সহযোগিতায় পটে আঁকা দশভূজার আরাধনা শুরু করেন, যা আজও ধারাবাহিকভাবে ও নিষ্ঠার সঙ্গে পালিত হয়ে আসছে।”

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ফ্রেজারগঞ্জ নিয়ে বিরাট পরিকল্পনা, দিঘা ছেড়ে এবার পর্যটকরা ছুটবেন নতুন গন্তব্যে
আরও দেখুন

পাঁচ শতাব্দীর ঐতিহ্যবাহী মনিহারার ব্যানার্জী পরিবারের এই পুজো আধুনিকতার ছোঁয়ায় বিলীন না হয়ে প্রতিবার ফিরে আসে নতুন প্রজন্মের হাতে, অতীতের গর্ব নিয়ে।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Traditional Durga Puja: পটে আঁকা চিত্রে দশভূজার আরাধনা, ৫০০ বছরের প্রাচীন পুরুলিয়ার মনিহারার ব্যানার্জী পরিবারের দুর্গাপুজো 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল