আজ থেকে প্রায় ৫০০ বছর আগে শুরু হয়েছিল এই পুজো। ব্যানার্জী পরিবার আজও পূর্বপুরুষ প্রদত্ত ঐতিহ্যবাহী পথ অনুসরণ করেই এই প্রাচীন পুজো পালন করে আসছে। পটে আঁকা দশভূজার চিত্রের পাশাপাশি পুজোর অংশ হিসেবে অনুষ্ঠিত হয় ঘটপুজোও।
ব্যানার্জী পরিবারের অন্যতম সদস্য হীরালাল ব্যানার্জী জানান, ” এখন যেখানে পুজো হয়, আগে সেখানে ঘন জঙ্গল ছিল। পঞ্চকোট রাজবংশের রাজা মনিলাল সিংহ দেওয়ের পুত্র বর্গী হামলার ভয়ে এই অঞ্চলে আশ্রয় নেন। সেখানে তাঁকে রক্ষা করেন মনিহারার ব্যানার্জী পরিবারের পূর্বপুরুষেরা। সেই থেকে ব্যানার্জী পরিবার ও রাজ পরিবারের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে মনিলাল সিংহ দেও মনিহারার ব্যানার্জী পরিবারকে রাজবংশের ৫২টি মৌজার সম্পত্তি দান করেন। এই উপহার প্রাপ্তির পরই ব্যানার্জী পরিবার রাজপরিবারের সহযোগিতায় পটে আঁকা দশভূজার আরাধনা শুরু করেন, যা আজও ধারাবাহিকভাবে ও নিষ্ঠার সঙ্গে পালিত হয়ে আসছে।”
advertisement
পাঁচ শতাব্দীর ঐতিহ্যবাহী মনিহারার ব্যানার্জী পরিবারের এই পুজো আধুনিকতার ছোঁয়ায় বিলীন না হয়ে প্রতিবার ফিরে আসে নতুন প্রজন্মের হাতে, অতীতের গর্ব নিয়ে।





