ওয়েডিংওয়্যার ইন্ডিয়ার এডিটোরিয়াল লিড রুমেলা সেন হটেস্ট ডিজাইনযুক্ত ভারতের সেরা কিছু গহনার তালিকা প্রস্তুত করেছেন এবং আপনাদের সঙ্গে শেয়ার করেছেন।
আসুন এগুলো সম্বন্ধে জেনে নেওয়া যাক -
মিক্সড কাট ডায়মন্ডস :
এগুলো হীরের ছোট ছোট টুকরোর সংমিশ্রনে বানানো কিছু অনন্য হীরের সেট। জুয়েলাররা আধুনিকতা এবং ঐতিহ্যকে একত্রিত করে হীরের গহনাতে একটা নতুন রূপ প্রদান করে। এক্সোটিক ফ্লোরালস , জিওমেট্রিক মোটিফস এবং ক্লাসিক ডিজাইনের ওপর সমসাময়িক ডিজাইনের ছাপ এবং আরো অনেকধরণের গহনা তৈরি হয় শুধুমাত্র ছোট ছোট হীরের টুকরোর সংমিশ্রনে। কিছু কিছু বিশেষ এবং জনপ্রিয় ডায়মন্ড সেটের মধ্যে রয়েছে রাউন্ড, রোস , প্রিন্সেস ,এমারেল্ড ,মারকুইজ ,ওভাল, পিয়ার , হার্ট , কুশন। এই বছরে বিয়ের পরিকল্পনা করে থাকলে অবশ্যই এগুলো ট্রাই করতে পারেন।
advertisement
ট্রেন্ডিং জিওমেট্রিক প্যাটার্ন্স :
এই ধরণের গয়নাগুলো বিশেষ করে জ্যামিতিক আকারে তৈরি যেমন ট্রায়াঙ্গেলস ,স্কয়ারস ,ওভালস। ভারতীয়দের বিয়েতে চিরকালের পছন্দ এই জিওমেট্রিক প্যাটার্ন্সযুক্ত গহনা। যুগ যুগ ধরে প্রচলিত এই ফ্যাশনটি আজও খুব বেশি ট্রেন্ডি এবং আকর্ষণীয়। কনের গলার নেকলেস, কানের দুল ,হাতের বলা এইসব আকারের সংমিশ্রনে প্রস্তুত করা হয়ে থাকে।
ফ্লোটিং ডায়মন্ড ডিজাইন :
অপটিক্যাল ইলুউশন তৈরি করতে পারে এমন ফ্লোটিং ডিজাইনের গহনা আধুনিক যুগে কনেদের সেরা পছন্দ। গহনা প্রস্তুতকারকরা এমন কিছু বিশেষ ডিজাইন সৃষ্টি করেছেন যা বিগত কয়েক বছর ধরে হীরের গহনাকে অনেক বেশি সাহসী এবং আকর্ষণীয় বানিয়ে তুলেছে। ২০২৩ সালে বিয়ের কনেদের জন্য ফ্লোটিং ডায়মন্ড ডিজাইনের গহনা তাদের রূপ এবং সাজসজ্জাকে অনেক বেশি হাইলাইট করতে পারে ,বিশেষ করে যেসব কনেদের কাছে হীরের গহনা সেরা পছন্দ।
রুবি এবং পান্নার ব্রাইডাল জুয়েলারি সেট :
যে কোন ধরণের ব্রাইডাল পোষাক কিংবা লেহেঙ্গার সঙ্গে এই ধরণের রুবি এনং পান্নার গহনা খুবই মানানসই হয়। গাঢ় উজ্জ্বল লেহেঙ্গা হোক বা আইভরি রঙের , লাল রঙের হোক বা গোলাপি , সব ধরণের লেহেঙ্গার সঙ্গে রুবির জুয়েলারির সংমিশ্রণ কনের রূপকে ফুটিয়ে তুলবে। তাছাড়া রুবির যে কোন সেট কনেকে একটা ক্লাসিক লুক দেয় যা বিয়ের বিশেষ দিনে নতুন কনের লাবণ্য এবং সৌন্দর্যকে দ্বিগুন করে তুলে ধরে।
ব্রিওলেট কাট :
এগুলি দেখতে অনেকটা বৃষ্টির ফোঁটার মতো হয়। এর উপরের দিকটা ত্রিভুজাকৃতির এবং নিচের দিকে তা ৩৬০ ডিগ্রি গোলাকার। এই ধরণের ব্রিওলেট কাট গহনার চাহিদা অনেক বেশি বিশেষ করে কানের দুলের ক্ষেত্রে। ড্রপ আকৃতির ডায়মন্ড সাদা ছাড়াও অন্য রঙেরও হতে পারে যেমন ক্যানারি ইয়েলো, কগনাকস এবং শ্যাম্পেন রঙের। ড্রপ কাট ডায়মন্ডের গহনা বিয়ের মরসুমে অনেক বেশি ট্রেন্ডি এবং অত্যাধুনিক লুক দেয়।
চোকার এবং ব্রেসলেট সেট :
নতুন বছরে বিয়ের কনেদের জন্য দারুন বিকল্প এই বিশেষ ধরণের গহনার সেট। চোকার আধুনিক যুগে আবার নতুন করে ফিরে এসেছে তবে অনেক বেশি ট্রেন্ডি লুক নিয়ে। হলদি হোক, মেহেন্দি কিংবা বিয়ে যে কোন অনুষ্ঠানে চোকার কিংবা ব্রেসলেট সেট নতুন কনেকে আধুনিক এবং ক্লাসিক দুইয়ের সংমিশ্রনে এক অসামান্য রূপে সাজিয়ে তুলবে।
পার্ল ড্যাংলার্স :
মুক্ত চিরকালের সেরা পছন্দ তা সে মহিলাদের ক্ষেত্রে হোক বা বিয়ের কনে। সাদা মুক্তের গহনা সেট যে কোন অনুষ্ঠানে আপনাকে আকর্ষণীয় করে তোলে। হালকা সাজ হোক বা জমকালো বিয়ের সাজ মুক্তোর গহনা সবকিছুর সঙ্গে মানানসই। সাদা ছাড়াও মুক্ত এখন অন্য রঙেরও পাওয়া যায় যা বিয়ের আসরে কনে এবং মেয়েদের সাজকে সম্পূর্ণ করে তোলে।
নতুন বছরে এই ট্রেন্ডি গহনাগুলোকে অবশ্যই নিজের বিয়েতে ট্রাই করুন এবং নিজেকে অনন্য রূপে নিজেকে সাজিয়ে তুলুন।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।