TRENDING:

Toothpaste: টুথপেস্ট কিনতে যাচ্ছেন? কেনার আগে এই বিষয়গুলো একবার ভেবে দেখবেন

Last Updated:

Toothpaste ingredients need to check: যা যা উপাদান আছে সেই বিষয়ে সচেতন হয়ে তবেই কেনা উচিত প্রতিদিনের টুথপেস্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভাল করে দাঁত মাজলে দাঁত পরিষ্কার ও ঝকঝকে থাকে এটা আমরা সবাই জানি। কিন্তু দাঁতের মাজন বা টুথপেস্টে এমন কী আছে যা দাঁত ঝকঝকে করে সেটা অনেকেই জানেন না। টুথপেস্টে (Toothpaste) সক্রিয় এবং নিষ্ক্রিয় উভয় উপাদানই রয়েছে, সক্রিয় উপাদানটি ব্যাকটেরিয়া এবং প্লাকের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, যেখানে নিষ্ক্রিয় উপাদানটি টুথপেস্টের স্বাদ এবং গঠন বজায় রাখতে সহায়তা করে। তাই যা হোক একটা হলেই হল বলে এবার থেকে আর টুথপেস্ট না কেনাই ভাল। বরং এতে যা যা উপাদান আছে সেই বিষয়ে সচেতন হয়ে তবেই কেনা উচিত প্রতিদিনের টুথপেস্ট।
টুথপেস্ট কিনতে যাচ্ছেন? কেনার আগে এই বিষয়গুলো একবার ভেবে দেখবেন
টুথপেস্ট কিনতে যাচ্ছেন? কেনার আগে এই বিষয়গুলো একবার ভেবে দেখবেন
advertisement

আরও পড়ুন-কম খরচে এই লাভজনক ব্যবসা শুরু করুন, মাসে ২ লাখ টাকা পর্যন্ত আয় হবে, জানুন পদ্ধতি

ফ্লুরাইড

ফ্লুরাইড দাঁতের গর্ত বন্ধ করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি হল একটি খনিজ যা বেশিরভাগ টুথপেস্টে থাকে। ফ্লুরাইড দাঁতের এনামেলকে শক্তিশালী করে, প্লাকের অ্যাসিড উৎপাদন ক্ষমতাকে ধীর করে দিয়ে দাঁতের ক্ষয় রোধ করে। তাই টুথপেস্ট কেনার আগে তার মধ্যে কী কী উপাদান আছে সেটা দেখে নেওয়া দরকার।

advertisement

অ্যাবরেসিভ

এই উপাদানটি টুথপেস্টে সক্রিয় ভূমিকা পালন করে। অ্যাবরেসিভ দাঁতের মধ্যে জমে থাকা ময়লা এবং দাগ দূর করতে সাহায্য করে। অ্যাবরেসিভ সব সময় হালকা প্রকৃতির হওয়া উচিত এবং এর মধ্যে থাকা দরকার ক্যালসিয়াম কার্বনেট, ডিহাইড্রেটেড সিলিকা জেল এবং হাইড্রেটেড অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যাবরেসিভের কাজ হল দাঁতের এনামেল নষ্ট না করে, আলতো করে দাঁতের উপর দিক স্ক্রাব করে ময়লা অপসারণ করা। সাধারণত, দাঁত সাদা করার জন্য টুথপেস্টে অনেক বেশি অ্যাবরেসিভ থাকে।

advertisement

আরও পড়ুন-আইপিও আনছে মহিলাদের পোশাকের জনপ্রিয় ব্র্যান্ড বিবা, বিনিয়োগ করতে পারেন আপনিও

সুগন্ধ ও স্বাদ

অ্যাবরেসিভ দেওয়া টুথপেস্টের গন্ধ ও স্বাদ অনেকের পছন্দ হয় না। তাই পেস্টকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এর মধ্যে স্বাদ ও গন্ধ যোগ করা হয়। মূলত মিষ্টি তৈরির উপাদান, যেমন স্যাকারিন ও সরবিটল টুথপেস্টে যোগ করা হয়। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন পেস্টে স্বাদ আনতে তাতে বেশি মাত্রায় চিনি না ব্যবহার হয়। এতে দাঁতের আরও বেশি ক্ষতি হতে পারে।

advertisement

দাঁতের শিরশিরানি ভাব

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

দাঁতের সংবেদনশীলতা বা শিরশিরানি ভাব উপশমের মূল উপাদান হল পটাসিয়াম নাইট্রেট, স্ট্যানাস ফ্লোরাইড এবং স্ট্রন্টিয়াম ক্লোরাইড। টুথপেস্টের সক্রিয় উপাদানগুলি দাঁতের স্নায়ুগুলিকে শান্ত করতে সাহায্য করে এবং গরম বা ঠান্ডা খেলে শিরশিরানি ভাব কম করে। কয়েক সপ্তাহ ধরে ডি-সেনসিটাইজিং টুথপেস্ট ব্যবহার করলে ধীরে ধীরে এই প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Toothpaste: টুথপেস্ট কিনতে যাচ্ছেন? কেনার আগে এই বিষয়গুলো একবার ভেবে দেখবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল