যাদের ভুরু অপেক্ষাকৃত মোটা বা পুরু, তাঁদের এই সমস্যা বেশি হয়। তাছাড়া যে কোনও মেকআপ পণ্যই সাবধানতার সঙ্গে ব্যবহার করা উচিত। সেই করতে গিয়ে আরও একটু দেরি হয়। তবে চিন্তা নেই। এখানে চটপট ভুরু ভরাট করার কয়েকটি টিপস দেওয়া হল। এগুলো মেনে চললে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরতে লেট হবে না একটুও।
advertisement
ভুরু ভরাট করতে পোমেড: ভুরু মোটা হলে কালো রঙ ব্যবহার না করাই ভালো। আই ব্রো পেনসিলের বদলে পোমেড ব্যবহার করতে পারলে সবচেয়ে ভাল। কারণ এর রঙ বাদামি। পোমেড ব্যবহার করে ভুরুকে সঠিক আকৃতি দিতে হবে। জোর করে ভরাট করলে বিশ্রী দেখাবে। এ জন্য আই ব্রাশও ব্যবহার করা যায়। তবে হালকা হাতে। তাহলেই সঠিক ভাবে ভুরু আঁকা যাবে। হাত এদিক ওদিক হবে কম।
আরও পড়ুন : সাদা শাড়ি বা লেহঙ্গার সঙ্গে গয়না, মেকআপ নিয়ে চিন্তা! এই জিনিসগুলো মাথায় রাখলে পুজোয় আপনিই সেরা!
প্রথমে স্পুলি ব্রাশ দিয়ে ভুরুর লোম সেট করতে হবে: পুজোর আগে একবার পার্লার ঘুরে আসতেই হয়। চুল সেট করে নেওয়া। ভুরু প্লাক করা। ম্যানিকিওর, পেডিকিওর তো আছেই। কিন্তু কোনও কারণে পার্লারে যেতে না পারলে ভুরু লোমে ভর্তি হয়ে যাবে। তখন সে সব সেট করতে হাতে নিতে হবে স্পুলি ব্রাশ। এতে খুব বেশি পরিশ্রম করতে হবে না। কিন্তু লোম সোজা হয়ে যাবে। মেকআপের প্রতিটা ধাপের পর একবার করে স্পুলি ব্রাশ বুলিয়ে নিতে হবে ভুরুতে। এতে লোম সেট হওয়ার পাশাপাশি অতিরিক্ত মেকআপও স্পুলিতে বেরিয়ে আসবে। এছাড়া ভুরু জেল দিয়ে সেট করতে ভুললে চলবে না।
আরও পড়ুন : পুজোয় কালো পোশাকে বাজিমাত করতে এভাবে মেকআপ করুন, সবাই ঘুরে ঘুরে দেখবে
অ্যাঞ্জেল ব্রাশ দিয়েই হবে মোটা ভুরু: ভুরুতে ভুলেও আঙুল দিয়ে মেকআপ নয়। গোটা সাজটাই মাটি হবে। এর জন্য ব্যবহার করতে হবে কোনওলা অ্যাঞ্জেল ব্রাশ। এটা দিয়েই মোটা ভুরু আঁকা যাবে। এই ধরনের ব্রাশের ব্রিসলগুলো অত্যন্ত সূক্ষ হয়। তাই ভুরুতে মনের মতো আকার দেওয়া যায়।