TRENDING:

Relationship : সঙ্গিনীর কাছে এই কথাগুলো গোপনই থাকুক, চান প্রত্যেক পুরুষ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কথায় যতই বলা হোক না কেন, নারীর মনের রহস্য জানতে পারেন না ঈশ্বরও, আসলে পুরুষরাও কম জটিল নন৷ এমন অনেক বিষয়ই আছে, যেগুলি নিয়ে পুরুষরা সততার সঙ্গে কথা বলেন না৷ এবং করুণতম বিষয় হল, তাঁরা ভাবেন সে বিষয়ে মহিলারা কিছু জানেন না৷ আসলে, পুরুষরাই চান না মহিলারা এই বিষয়ে কিছু জানুন৷ আসুন, দেখে নেওয়া যাক, চারটি এমন বিষয় যেগুলি পুরুষরা মহিলাদের কাছ থেকে গোপন রাখতেই চান৷ (Things men want not to be revealed to their partners)
advertisement

প্রিয়তম পুরুষ বন্ধু থেকে নিরাপত্তাহীনতা-

প্রেমিকা বা স্ত্রীর প্রিয় পুরুষ বন্ধুদের সম্বন্ধে মোটেও জানতে চান না পুরুষ৷ নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা পুরুষ তাঁর অনুভূতি লুকিয়ে রাখতে চান৷ এই নিরাপত্তাহীনতার উৎস অন্য এক পুরুষ৷ প্রেমিকা বা স্ত্রীকে নিরাপত্তা দেওয়ার সঙ্গে অধিকারবোধ তখন মিলেমিশে যায়৷

আরও পড়ুন : কম আলোচিত হলেও ভিটামিন ‘কে’ অবহেলার নয়, ডায়েটে রাখুন এই ভিটামিন সমৃদ্ধ এই খাবারগুলি

advertisement

অতীত বা বর্তমানের অন্য নারী-

হারিয়ে যাওয়া ক্রাশ, অতীতের কোনও প্রেমজ সম্পর্ক থেকে শুরু করে বর্তমানের পছন্দের নারী-এ সবই পুরুষ লুকিয়ে রাখতে চায়৷ পুরুষ দেখাতে চায় তার জীবনসঙ্গিনীই একমাত্র নারী৷ মনোর অন্য কোনও পছন্দ বা আকর্ষণ বেশিরভাগ ক্ষেত্রেই গোপন রাখতে মরিয়া হয়ে ওঠেন তাঁরা৷ কিন্তু ভুলে যান সঙ্গিনীর প্রতি বিশ্বস্ত থেকেও আকর্ষণের কথা প্রকাশ করা যায়৷ সেক্ষেত্রে মুক্তি পাওয়া যায় সসেমিরা অবস্থা থেকেও৷

advertisement

আরও পড়ুন : বহু উপকারিতা সত্ত্বেও অন্তঃসত্ত্বা অবস্থায় কি কালো আঙুর খাওয়া নিরাপদ?

মুখে এক, কাজে আর এক-

পুরুষ নিজেই যথেষ্ট জটিল৷ এমনও পরিস্থিতি আসে, যখন তাঁরা জানেন না বা বুঝতে পারেন না কী করবেন৷ তাঁরা প্রতিশ্রুতি দিয়েও সেগুলি রাখতে ব্যর্থ হন৷ ফলে কাজে আর আচরণে আকাশ পাতাল পার্থক্য থেকে যায়৷

advertisement

আরও পড়ুন : বাচ্চা খেতে চায় না? খিদে বাড়াতে সন্তানের ডায়েটে রাখুন আয়ুর্বেদিক এই খাবারগুলি

নিরাপত্তাহীনতা-

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

ভারতীয় সমাজে আশৈশব ছেলেদের শেখানো হয় মানসিকভাবে দৃঢ় থাকতে৷ বাকি পাঁচজনের কাছে নিজের আবেগ প্রকাশ করে না ফেলতে৷ তাহলে নাকি তাদের দুর্বল ভাববে সমাজ৷ এর ফলে কার্যত বিঘ্নিত হয় তাঁদের মানসিক স্বাস্থ্য৷ এই অচলায়ন ভেঙে ফেলে নারী পুরুষ নির্বিশেষে সকলকেই মানসিক ভাবে দুর্বল হওয়ার সুযোগ দেওয়া প্রয়োজন৷ মানসিক দৌর্বল্য থেকে যে মন উজাড় করার সুযোগ আসে, সেটাও প্রশমনের প্রলেপন হয়ে দাঁড়ায়৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship : সঙ্গিনীর কাছে এই কথাগুলো গোপনই থাকুক, চান প্রত্যেক পুরুষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল