TRENDING:

মায়ের বিকল্প নেই, সন্তানকে মানুষ করতে কঠিন সংগ্রাম, ঘাড়ে করে ভর্তি সিমেন্টের বস্তা বইছেন জননী

Last Updated:

হাড়ভাঙা খাটুনির পরেও হাসিমুখে সন্তানকে কাছে টেনে নেন কেবল মা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গরীয়সী, মা স্বর্গের থেকেও দামি ৷ সারা পৃথিবীজুড়ে মায়ের কোনও বিকল্প নেই ৷ সন্তানের কাছে মা শব্দটি কোনও ব্যাঞ্জনবর্ণ যুক্ত শব্দ নয় ৷ এই শব্দের রয়েছে অনেক তাৎপর্যও ৷ দশ মাস দশ দিন ধরে গর্ভে লালনপালন করে থাকেন পৃথিবীর আলোয় দেখান ৷ মায়ের জন্য নিজের জীবনকে তুচ্ছ করে এগিয়ে যায় ৷ গাছ যেমন নিজেকে ধ্বংস করে ফুল ফল ও সৌন্দর্য প্রদান করে থাকে ৷ তেমন ভাবে একজন মা নিজের জীবনের সব থেকে বড় ঝুঁকি নিয়ে সন্তানের জন্ম দেয় ৷
advertisement

মা সব সময়েই জীবনের ঝুঁকি নিয়ে সন্তনকে রক্ষা করে থাকেন ৷ নিজের হাসি, কান্না, সুখ, দুঃখ সন্তানের জন্য বিসর্জন দিয়ে থাকেন ৷ নিজের মুখে অন্ন না তুলে সন্তানের মুখে অন্ন তুলেদেন ৷ জীবনের ন্যূনতম সুখ বিসর্জন দিয়ে সন্তানকে রক্ষা করেন ৷ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেকানে দেখতে পাওয়া গিয়েছে এক মাস সন্তানকে মানুষ করার জন্য কঠোর পরিশ্রম করছেন ৷ ঘাড়ের করে একসঙ্গে ৩টি সিমেন্টের বস্তা ভর্তি করে নিয়ে যাচ্ছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

সেই ভিডিওটি প্রকাশ্যে আসতেই ফের প্রমাণিত হয়েছে মায়ের কোনও বিকল্প নেই ৷ মায়ের কোনও দেশ নেই, মায়ের কোনও জাত নেই, মায়ের কোনও স্পর্শ, বর্ণ ও গন্ধ নেই ৷ দেখে নিন সেই ভিডিওটি ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মায়ের বিকল্প নেই, সন্তানকে মানুষ করতে কঠিন সংগ্রাম, ঘাড়ে করে ভর্তি সিমেন্টের বস্তা বইছেন জননী