TRENDING:

মায়ের বিকল্প নেই, সন্তানকে মানুষ করতে কঠিন সংগ্রাম, ঘাড়ে করে ভর্তি সিমেন্টের বস্তা বইছেন জননী

Last Updated:

হাড়ভাঙা খাটুনির পরেও হাসিমুখে সন্তানকে কাছে টেনে নেন কেবল মা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গরীয়সী, মা স্বর্গের থেকেও দামি ৷ সারা পৃথিবীজুড়ে মায়ের কোনও বিকল্প নেই ৷ সন্তানের কাছে মা শব্দটি কোনও ব্যাঞ্জনবর্ণ যুক্ত শব্দ নয় ৷ এই শব্দের রয়েছে অনেক তাৎপর্যও ৷ দশ মাস দশ দিন ধরে গর্ভে লালনপালন করে থাকেন পৃথিবীর আলোয় দেখান ৷ মায়ের জন্য নিজের জীবনকে তুচ্ছ করে এগিয়ে যায় ৷ গাছ যেমন নিজেকে ধ্বংস করে ফুল ফল ও সৌন্দর্য প্রদান করে থাকে ৷ তেমন ভাবে একজন মা নিজের জীবনের সব থেকে বড় ঝুঁকি নিয়ে সন্তানের জন্ম দেয় ৷
advertisement

মা সব সময়েই জীবনের ঝুঁকি নিয়ে সন্তনকে রক্ষা করে থাকেন ৷ নিজের হাসি, কান্না, সুখ, দুঃখ সন্তানের জন্য বিসর্জন দিয়ে থাকেন ৷ নিজের মুখে অন্ন না তুলে সন্তানের মুখে অন্ন তুলেদেন ৷ জীবনের ন্যূনতম সুখ বিসর্জন দিয়ে সন্তানকে রক্ষা করেন ৷ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেকানে দেখতে পাওয়া গিয়েছে এক মাস সন্তানকে মানুষ করার জন্য কঠোর পরিশ্রম করছেন ৷ ঘাড়ের করে একসঙ্গে ৩টি সিমেন্টের বস্তা ভর্তি করে নিয়ে যাচ্ছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আগ্রা-দিল্লি ছুটছেন কেন, মুঘল শাসক শাহজাহানের ছোঁয়া রয়েছে বাংলাতেও, উইকএন্ড ট্রিপে আসুন
আরও দেখুন

সেই ভিডিওটি প্রকাশ্যে আসতেই ফের প্রমাণিত হয়েছে মায়ের কোনও বিকল্প নেই ৷ মায়ের কোনও দেশ নেই, মায়ের কোনও জাত নেই, মায়ের কোনও স্পর্শ, বর্ণ ও গন্ধ নেই ৷ দেখে নিন সেই ভিডিওটি ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মায়ের বিকল্প নেই, সন্তানকে মানুষ করতে কঠিন সংগ্রাম, ঘাড়ে করে ভর্তি সিমেন্টের বস্তা বইছেন জননী