TRENDING:

তবলায় জিঙ্গেল বেলের সুর তুলে ফেসবুকে প্রতি মিনিটেই সুপার ভাইরাল যুবক

Last Updated:

মিনিটে মিনিটে দুরন্ত গতিতে বাড়ছে ভিউ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তবলার তালে জমে উঠেছে আসর ৷ দারুণ গানে জমে উঠেছে সোশ্যাল মিডিয়া, দুর্দান্ত ভিডিওটি তুমুল গতিতে ছড়িয়ে পড়েছে ফেসবুকে ৷ কিছুদিন আগেই বড়দিন কাটিয়েছি আমরা ৷ বড়দিন বাঙালির খুব কাছে উৎসব হয়ে দাঁড়িয়েছে ৷ খ্রিস্টধর্মের মানুষের কাছে বড় আনন্দের দিন সুখের দিন ও খুশির দিন ৷ কেননা ২৫ ডিসেম্বরেই রোমের বেথলেহেম শহরের এক আস্তাবলে মাতা মেরীর কোল আলো করে জন্মেছিলেন ভগবান যিশু ৷
advertisement

তাঁর জনমদিনই সবার কাছে বড় আনন্দ নিয়ে আসে খুশির দিনই বড়দিন ৷ সারা পৃথিবী জুড়ে আনন্দ ও খুশির বার্তা নিয়ে এসেছিলেন ভগবান যিশু ৷ তিনি তাদেরও ক্ষমা করেছিলেন যারা তাঁকে যন্ত্রণাজনক মৃত্যু দিয়েছিল ৷ তাঁদের উদ্দেশ্যে ঈশ্বরের কাছে একটি প্রার্থনাই করেছিলেন ভগবান তুমি এদের ক্ষমা করে দাও এরা জানেনা এরা কী করছে ৷ এর থেকে বড় উদাহরণ সারা পৃথিবীতে আর একটিও পাওয়া যায়নি ৷ তাঁরই জন্মদিনে হিন্দু, মুসলিম-সহ বিভিন্ন ধর্মাবলম্বীরা আনন্দে মাতেন, খাওয়া দাওয়া করেন, কেক কাটেন সব মিলিয়ে আনন্দ করেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সাধারণ মানুষের কাছে বড়দিনের অর্থ কেক খাওয়া, বাড়ি সাজানো, চার্চে যাওয়া, ভাল খাওয়া দাওয়া করা, ছোটদের কাছে সান্তার উপহার অবশ্যই জিঙ্গেলবেল গানটি ৷ সেই জিঙ্গেলবেল গানটিকে তবলায় অনবদ্য ভাবে বাজিয়ে ভাইরাল যুবক ৷ এই সুর নিমেষেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তুমুল গতিতে ভাইরাল হয়েছে ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
তবলায় জিঙ্গেল বেলের সুর তুলে ফেসবুকে প্রতি মিনিটেই সুপার ভাইরাল যুবক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল