TRENDING:

মাইনাস ৪৫ ডিগ্রিতে খালি গায়ে পাহাড়ে সাধু ! সেনার ক্যামেরায় ধরা পড়ল আশ্চর্য দৃশ্য

Last Updated:

এই ভিডিও দেখে নেট দুনিয়ায় শোরগোল শুরু হয়েছে। কি করে সম্ভব মাইনাস ৪৫ ডিগ্রি তাপমাত্রায় এভাবে থাকা !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আমাদের কাছে এখনও সব থেকে বিস্ময়কর বিষয় হল সাধুদের জীবন। ছাই মেখে, খাবার না খেয়ে, গায়ে কোনও জামা কাপড় না রেখে, তাঁরা কি করে বছরের পর বছর বেঁচে থাকেন পাহাড়ের গুহায়। প্রচন্ড গরম বা ঠাণ্ডা ছুঁতেই পারে না তাঁদেরকে। কিন্তু কি করে তা সম্ভব। একেই কি বলে সাধনা ! হয়তো তাই ! না হলে কুম্ভমেলা বা গঙ্গা সাগর মেলার সময় কোথা থেকে আসে এত হাজার হাজার সাধু? বাকি সময়টা তাঁরা থাকেই বা কোথায় ?
advertisement

এমনই এক সাধু ধরা পড়লেন এক ভারতীয় সেনাবাহিনীর মোবাইল ক্যামেরায়। নাগা সাধু বরফ ঢাকা পাহাড়ের উপর খালি গায়ে গড়াগড়ি খাচ্ছেন। জোরে জোরে রামের নাম করছেন তিনি। সঙ্গে রয়েছে একটি কুকুর ! এই ভিডিও দেখে নেট দুনিয়ায় শোরগোল শুরু হয়েছে। কি করে সম্ভব মাইনাস ৪৫ ডিগ্রি তাপমাত্রায় এভাবে থাকা ! কি করে এই সাধু ওখানে নগ্ন দেহে রয়েছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
মাইনাস ৪৫ ডিগ্রিতে খালি গায়ে পাহাড়ে সাধু ! সেনার ক্যামেরায় ধরা পড়ল আশ্চর্য দৃশ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল