TRENDING:

বয়স শুধুই সংখ্যা ! তোমাকে ভালবাসি, প্রকাশ্যে সঙ্গীর সঙ্গে তুমুল নাচ, সুপার ভাইরাল

Last Updated:

এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যা তুমুল গতিতে ছড়িয়ে পড়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে একে অপরকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ৷ হাসি কান্না হিরা পান্না এই নিয়েই জীবন যেন এক স্বপ্নপূরণের রূপকথায় পরিণত হয় ৷ জীবনের বিভিন্ন ক্ষেত্রেই সঙ্গীর প্রতি আনুগত্য এক বড়সড় প্রাপ্তির সন্ধান দেয় ৷ দেহের বয়স যাই হোক না কেন মনের বয়স আঠারো ৷ হাজার খানেক বয়স হলেও কখনই তা বুঝতে দেয়না বয়স আদৌ কোনও সমস্যা হয় ৷ মন খুলে প্রাণ খুলে নিজের সহধর্মিনী বা সঙ্গীকে বলা আমি তোমাকে ভালবাসি একবার নয়, দুইবার নয় বারবার বলা ৷
advertisement

যতদিন বাঁচব ভালবাসব তোমায় ৷ আসলে কম্পেনিয়শন শিপটাই এমন কথা ৷ সুখে দুঃখে দিন কাটে বেশ ৷ প্রেমহীন সংসার যত সুখেরই হোক তা সত্যিকারের ঘর নয় ৷ তার থেকে ভালবাসার নতুন পৃথিবী অনেক সমর্থন যোগ্য ৷ অনেকেই ধারণা করে থাকেন যতই দিন এগিয়ে যায় ততই নাকি প্রেমের অপমৃত্যু ঘটে ৷

advertisement

প্রেমের সঙ্গে যখনই জীবনের সংস্পর্শ ঘটে তখনই তখনই জীবন পরিচিত হয় দায়দায়িত্ব সম্বন্ধে ৷ দায়িত্ব ও কর্তব্য পালন করে সংঘবদ্ধ জীবন মানুষকে উন্নত আগামী দিনের জন্ম দেয় ৷ জীবনের গল্প যতই অল্প হোক না কেন প্রবল রূপে শিক্ষা দেয় একে অপরের সঙ্গে সুখে দুখে থাকার ৷ একে অপরের সঙ্গে সমস্ত হাসি কান্না ভাগ করে নিয়েই জীবন কাটে নিজস্ব গতিতে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এমনই এক ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় যেখানে বয়সকে তুড়ি মেরে সঙ্গীর সঙ্গে প্রেমে মেতেছেন ৷ মুহূর্তেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ এক নজরে দেখে নিন সেই ভিডিও ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বয়স শুধুই সংখ্যা ! তোমাকে ভালবাসি, প্রকাশ্যে সঙ্গীর সঙ্গে তুমুল নাচ, সুপার ভাইরাল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল