যতদিন বাঁচব ভালবাসব তোমায় ৷ আসলে কম্পেনিয়শন শিপটাই এমন কথা ৷ সুখে দুঃখে দিন কাটে বেশ ৷ প্রেমহীন সংসার যত সুখেরই হোক তা সত্যিকারের ঘর নয় ৷ তার থেকে ভালবাসার নতুন পৃথিবী অনেক সমর্থন যোগ্য ৷ অনেকেই ধারণা করে থাকেন যতই দিন এগিয়ে যায় ততই নাকি প্রেমের অপমৃত্যু ঘটে ৷
advertisement
প্রেমের সঙ্গে যখনই জীবনের সংস্পর্শ ঘটে তখনই তখনই জীবন পরিচিত হয় দায়দায়িত্ব সম্বন্ধে ৷ দায়িত্ব ও কর্তব্য পালন করে সংঘবদ্ধ জীবন মানুষকে উন্নত আগামী দিনের জন্ম দেয় ৷ জীবনের গল্প যতই অল্প হোক না কেন প্রবল রূপে শিক্ষা দেয় একে অপরের সঙ্গে সুখে দুখে থাকার ৷ একে অপরের সঙ্গে সমস্ত হাসি কান্না ভাগ করে নিয়েই জীবন কাটে নিজস্ব গতিতে ৷
এমনই এক ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় যেখানে বয়সকে তুড়ি মেরে সঙ্গীর সঙ্গে প্রেমে মেতেছেন ৷ মুহূর্তেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ এক নজরে দেখে নিন সেই ভিডিও ৷