TRENDING:

অপরাধী রে গান গেয়ে জমিয়ে নেচে ফেসবুকে ভাইরাল খুদে, আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়ের মত

Last Updated:

সুপার গানটি দারুণ সাড়া ফেলেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
অপরাধী গান গেয়ে নেচে একাকার করল ছোট্ট ছেলে ৷ বছর খানেক আগেই গানটি ফেসবুকে রীতিমত ভাইরাল হয়েছিল গানটি দুটি পর্যায়ে গাওয়া হয়েছিল এককটি পুরুষ কন্ঠে তো অপরটি মহিলা কন্ঠে ৷ একটি পোলারে পোলা তুই অপরাধীরে, অপরটি মাইয়া রে মাইয়া তুই অপরাধীরে ৷ সেই গান আরও একবার ভাইরাল হয়েছে ৷
advertisement

এই বার একটি ছোট্ট ছেলে গেয়ে নেচে একাকার হয়েছে ৷ মনে করিয়ে দিল সেই সব দিনের কথা ৷ ছোট্ট শিশুটির ভঙ্গিতে মনে পড়ল উলঙ্গ রাজার কথা ৷ সবার সামন কোনও কিছুর পরোয়া করেই সত্যি কথা বলেছিল রাজা তোর কাপড় কোথায় ? তেমনই এই খানে ছোট্ট ছেলেটিও অকপট যে গানের কথা ঠিক হচ্ছে কি না ? নাচ অন্যের ভাললাগবে কী না ৷ তার মন চেয়েছে ভাললেগেছে তাই সে নেচেছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

একদিকে পৃথিবীর সমস্ত কিছু অন্যদিকে ভাললাগা এই ভাল লাগার কোনও মূল্য হয়না এই ভাললাগা অমূল্য এখানেও ভাললাগার কাছে সব হারিয়ে গিয়েছে হেরে গিয়েছে সব কিছু ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
অপরাধী রে গান গেয়ে জমিয়ে নেচে ফেসবুকে ভাইরাল খুদে, আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়ের মত