TRENDING:

#Viral video: বর্ডার ছবির সুপারহিট গান পিয়ানোয় বাজিয়ে সুপার ভাইরাল ছোট্ট ছেলে

Last Updated:

মুহূর্তের মধ্যেই ভিডিওটি সুনামির গতিতে ছড়িয়ে পড়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাত্র ৮ বছর বয়সে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে বিস্মময়কর বালক ৷ জনপ্রিয় হিন্দি ছবির গানে পিয়ানো বাজিয়ে বাজিমাৎ করেছে ছোট্ট ছেলে ৷ ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সুপারহিট ছবি বর্ডার সেই সুপারহিট ছবির সুপারহিট গান কে ঘর কব আওগে ৷ সনু নিগমের গানটি ফের পিয়ানোয় বাজিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছোট্ট ছেলে ৷
advertisement

১৯৯৭ সালে ৩ জুন সারা দেশ জুড়ে জেপি দত্তর (দত্তার) নির্দেশনায় ছবিটি মুক্তি পেয়েছিল একঝাঁক তারা অভিনয় করেছিলেন এই ছবিতে একদিকে সানি দেওল, জ্যাকি শ্রফ, সুনীল শেট্টি, অক্ষয় খান্না, পুনীত ইশর, রাখি গুলজার, পজা ভাট রয়েছেন তো অন্যদিকে ছবির কাহিনিবিন্যাস সব মিলিয়ে এক চরম ভাললাগার মিশেল তৈরি হয়েছিল ৷ ছবির বার্তা স্পষ্ট, যে করেই হোক না কেন দেশের জন্য নিজেকে নিঃশেষ করে দিতে কখনও পিছপা হয়না একজন দেশের সৈনিক ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাঁদের কাছে দেশই সব কিছুই ৷ ছবিটি সেরা নির্দেশনার জন্য ফিল্মফেয়ারও পেয়েছিল ৷ এই সুপারহিট ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন অনু মালিক ও আদেশ শ্রীবাস্তবের ৷ সেই গানেই ২২ বছর পরে পিয়ানোয় বাজিয়ে কামাল দেখিয়েছে ছোট্ট ছেলে সুনামির মত আছড়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
#Viral video: বর্ডার ছবির সুপারহিট গান পিয়ানোয় বাজিয়ে সুপার ভাইরাল ছোট্ট ছেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল