TRENDING:

ভয়ঙ্কর ভিডিও ! মুহূর্তেই গোটা কয়েক হায়না ছিঁড়ে খেল হরিণের শরীর, রক্তে ভাসল এলাকা

Last Updated:

হাড়হিম করা ভিডিও তুমুল গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাড়হিম হওয়ার মত ঘটনা ৷ নৃশংসতার এক চরমতম নিদর্শন বলে মনে করা হয় ৷ একটি হরিণকে ঘিরে উল্লাস এক দল হায়না ৷ মুহূর্তের মধ্যেই লুটিয়ে পড়ল মাটিতে ৷ দুর্ধর্ষ ও রক্ত গরম হয়ে যাওয়ার মত ঘটনা এমন এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে দেখতে পাওয়া গিয়েছে ৷ এক কামড়েই পেটের সমস্ত নাড়িভুঁড়ি বের হয়ে গিয়েছে হরিণের জীবন ও মরণের মাঝে বেঁচে থাকার এক নিরলস প্রয়াস ৷ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ভিডিওটি ৷
advertisement

কে আগে খাবে কীভাবে খাবে সেই নিয়ে নিজেদের মধ্যেও মারামারি চলছে ৷ যন্ত্রণায় কাতরাচ্ছে হরিণটি কিন্তু সামনে কিছু নেই কেউ নেই যে নির্মমতার হাত থেকে রক্ষা করবে তাকে ৷ রক্ষা তো দূরের কথা, এমন ভাবে পাশের এলাকা থেকে জলহস্তি এগিয়ে এলো যে মনে হচ্ছিল যে জলহস্তি রক্ষা করবে রক্ষা করা তো দূরের কথা সেই জলহস্তি তীব্র গতিতে এগিয়ে এসে খুনি হায়নাদের মুখে ঠেলে দিয়েছিল হরিণটাকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

বিষাক্ত কামড়ে পেটের থেকে সমস্ত নাড়িভুড়ি বেরিয়ে গিয়েছিল একটু পুরনো ভিডিওটি হলেও ইটিউবে ঝড় তুলেছিল ভিডিওটি ৷ আজও সেই ভিডিওটি সবারই চর্চায় রয়েছে ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
ভয়ঙ্কর ভিডিও ! মুহূর্তেই গোটা কয়েক হায়না ছিঁড়ে খেল হরিণের শরীর, রক্তে ভাসল এলাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল