বিয়েবাড়িতে নতুন বরবউ ৷ তাঁদের রিসেপশনে একে একে দেখা করতে এসেছেন অতিথিরা ৷ বিভিন্ন রকমের উপহার নিয়ে এসে দিচ্ছেন নতুন বউকে ৷ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের তুমুল দাম বৃদ্ধিতে অভিনব পদ্ধতি ৷ একদল অতিথি নতুন বউয়ের হাতে তুলেদিলেন এক প্যাকেট পেঁয়াজ সঙ্গে বললেন আমাদের ভাইকে বকবেনা তোমরা মন দিয়ে মাংস খাও পেঁয়াজ যোগাব আমরা ৷
advertisement
তোলপাড় হয়েছে সোশ্যাল মিডিয়া ৷ এই ভিডিওর পরতে পরতে বার্তা ৷ নতুন দম্পতির কাছে এমনই বার্তা দিয়েছেন অতিথিরা ৷ নতুন চিন্তা ধারার সৃষ্টি হয়েছে আপাতত সেই এখন চর্চায় ৷
Location :
First Published :
December 04, 2019 4:27 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বিয়েবাড়ির বড় খবর ! মন দিয়ে মাংস খাও, নতুন বউকে পেঁয়াজ উপহার দিয়ে শুভেচ্ছা অতিথিদের