TRENDING:

লতা ও কুমার শানুর সুপারহিট গানে দুই বান্ধবীর দুরন্ত ভিডিও তোলপাড় করেছে ফেসবুক

Last Updated:

ক্রমাগতই ঝড়ের গতিতে বাড়ছে ভিউ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বলিউডের একের পর ছবি উপহার দিয়েছেন যশ চোপড়া ও তাঁর ব্যানার যশরাজ ফিল্মস ৷ দশকের পর দশক ধরে বিভিন্ন মন মাতানো মূলত প্রেমের ছবিতেই মন কেড়েছেন দর্শকদের ৷ সেই গান দশকের পর দশক প্রজন্মের পর প্রজন্মের মনে গুণগুণ করেছে ও করছে ৷ একবিংশ শতাব্দীতে ইচ্ছাপূরণের রূপকথা হয়ে দাঁড়িয়েছে ফেসবুক, ট্যুইটার ও ইনস্টাগ্রাম ৷
advertisement

এই সমস্ত প্ল্যাটফর্মে রীতিমত নিজেদের ভাললাগা প্রতিভার বিকশিত করে চলেছেন এমনই এক ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দুই বান্ধবী ইয়ে দিল লাগি ছবির সুপারহিট গান হোঁটপে বস তেরা নাম হ্যায় এই গান গেয়ে রীতিমত শোরগোল ফেলে দিয়েছেন ৷

গানটিতে অভিনয় করেছেন সইফ আলি খান ও কাজল ৷ রোমান্টিক এই গানটি গেয়েছেন লতা মঙ্গেশকর ও কুমার শানু ৷ গানটি এই দুই শিল্পীর গাইতে যা সময় টুকু ব্যায় হয়েছে তারপরে বাকিটা তো কী হয়েছে সবাই জানেন ৷ একবার দেখে নিন দুই বান্ধবীর সেই গানের উপরেই এক ভিডিও শ্যুটের দৃশ্য নেহাৎই নজর কেড়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
লতা ও কুমার শানুর সুপারহিট গানে দুই বান্ধবীর দুরন্ত ভিডিও তোলপাড় করেছে ফেসবুক