TRENDING:

বাঙালির মননের চিরসঙ্গী পুরীর জগন্নাথ মন্দির, এই ভাবেই পাল্টানো হয় জয়পতাকা

Last Updated:

অনেকেরই হয়ত বিষয়টি জানা ছিলনা বা অনেকেই জানেন বিষয়টি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পুরী: পুরীর জগন্নাথ মন্দির ভারত তথা বাংলর প্রতিটি মানুষের কাছে অত্যন্ত কাছে মন্দির ৷ পুরীর জগন্নাথ দর্শনে প্রতি বছরই একবার করে ঘুরে আসনে প্রতিটি বাঙালিই ৷ প্রতি বছরেই একবার করে জগন্নাথ দর্শন করে আসেন বাঙালিরা ৷ পুরীর মন্দির প্রতিটি বাঙালির কাছে বেশ আবেগের বিষয়ও ৷ জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে দর্শন করতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন ৷ পুরীর সমুদ্র সৈকতে নিদারুণ পরিবেশ কাটিয়ে ফের বাড়ি ফেরেন ৷
advertisement

পুরীতে ঘুরতে গেলে যেমন বেশ কয়েকটি জায়গা ঘুরতেই হয় ৷ ধবলগিরি, খণ্ডগিরি, নন্দনকানন, ভুবনেশ্বর, কটক, মাসির বাড়ি, পিসির বাড়ি, বৃন্দাবন, চিল্কা ইত্যাদি জায়গা ৷ তবে যার টানে প্রায় প্রতিটি বাঙালিই বছরে একবার পুরীমুখো হয় সেই পুরীর জগন্নাথ মন্দির ৷ এই মন্দিরে আসে প্রাচীনত্বের ছোঁয়া ৷ আছে বেশ কিছু অজানা ইতিহাসও ৷ জগন্নাথ দেবের মহাপ্রসাদ ও হিন্দুশাস্ত্র মতে জগন্নাথদেবকে মনে করা হয় যে তিনি আসলে বিষ্ণুর অবতার মঙ্গলময় ঈশ্বরের স্বয়ংরূপ ৷ যিনি জগন্নাথদেবের দর্শন করেছেন তিনিই জীবনের সমস্ত রকমের আনন্দের সঙ্গে নিজেকে একাত্ম করতে পেরেছেন ৷ পুরীতেই পায়ের ধুলো পড়েছিল ভগবান শ্রীচৈতন্যদেবের ৷ এছাড়াও পুরীর মন্দিরের আরও আকর্ষণ রয়েছে বাঙালির কাছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুরীর মন্দিরের মাথায় জয় পতাকা থাকে সবাই দেখেছেন কীভাবে সেই জয়পতাকা পাল্টানো হয় তা দেখেননি ৷ সেই ভিডিও রইল আপনাদের জন্যই দেখে নিন একনজরে ৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাঙালির মননের চিরসঙ্গী পুরীর জগন্নাথ মন্দির, এই ভাবেই পাল্টানো হয় জয়পতাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল