তিন বছরে পড়েছে এই ক্যালেন্ডার শ্যুট ৷ গত দু’বছরের ড্রামাটিক থিম ছেড়ে এবার একটু অন্য মেজাজে সুদীপ ৷ এবারের থিমে নতুনত্ব কী ? ‘আর্ট ডিরেক্টর মনোজ নাথের সঙ্গে মিলে আমি এবছর ক্যালেন্ডার শ্যুট করছি ৷ থিম হল- লাইট রিফ্লেকশন ৷ এবারের থিমে কিন্তু শুধু আলোর খেলা দেখা যাবে ৷ সবচেয়ে মজার বিষয় হল, কোনও ছবিতেই ফ্ল্যাশ ব্যবহার করা হয়নি ৷ একটা ছবি শুধু কালো-সাদা , যদিও সেটা পুরোপুরি নয় ৷ কারণ হালকা একটা কালার টাচ সেখানে থাকবেই ৷ বাকি ছবিগুলো অবশ্যই রঙীন ৷ ড্রামাটিক থিম গত দু’বছর করেছি ৷ কিন্তু ছবির সঙ্গে লাইটের একটা নিবিড় সম্পর্ক রয়েছে ৷ তাই ভাবলাম সেই সম্পর্কটাই কেন না আমি এবছর ক্যালেন্ডারের মাধ্যমে দেখাই ৷ সেই ভাবনাই ক্যালেন্ডারের ১২টি পেজে এবার আপনারা দেখতে পারবেন ৷’
advertisement
ক্যালেন্ডার শ্যুটে এবছর ফটোগ্রাফারের সঙ্গী মনোজ নাথ ৷ তাঁর কথায়, ‘ সুদীপ হল নেক্সট জেনারেশন ফটোগ্রাফার ৷ আমি গত দু’বছর ওর ক্যালেন্ডার শ্যুট দেখেছি ৷ এবছর তাই ভাবলাম ওর সঙ্গে মিলে নতুন কিছু করার ৷ এই ক্যালেন্ডারের ক্রিয়েটিভ দিকটা আমি দেখছি ৷ একটা কথা বলাই যায়, কলকাতায় যত দিন যাচ্ছে বিজ্ঞাপন এবং ফটোগ্রাফি ফিল্ডের প্রসপেক্টটা একেবারেই কমে যাচ্ছে ৷ তাই এখানে নতুন কিছু করাটাও যথেষ্ট ঝুঁকির ব্যাপার ৷ কিন্তু সুদীপের উপর সেই আস্থা আছে বলেই লাইটের রিফ্লেকশন নিয়ে এবারের ক্যালেন্ডার শ্যুটের কাজ আমরা করছি ৷ অতীতে সুদীপের ক্যালেন্ডারে পোস্ট প্রডাকশনের কাজ বেশি থাকলেও এবার কিন্তু গোটা ব্যাপারটাই ফটোগ্রাফি ৷’
নতুন এই ক্যালেন্ডার প্রকাশ পাবে আগামী ২২ জানুয়ারি ৷ ক্যালেন্ডারের ১২ জন মডেলের মধ্যে দেখা যাবে অভিনেত্রী অপরাজিতা ঘোষ, ঋদ্ধিমা ঘোষ এবং কৌশানী মুখোপাধ্যায়কে ৷ পাশাপাশি দর্শনা বণিক, উপাসনা আচার্য, মেঘা চৌধুরি, পত্রালি চট্টোপাধ্যায় মতো শহরের নামী মডেলদেরও দেখা যাবে ক্যালেন্ডারের পাতায় ৷ ফটোগ্রাফার সুদীপ মজুমদারের সঙ্গে কাজ করতে সবাই যে কতটা পছন্দ করেন, সেটা বোঝা গেল অভিনেত্রী অপরাজিতা ঘোষের কথায় ৷ তিনি বলেন, ‘সুদীপের সঙ্গে কাজ করাটা একটা দারুণ অভিজ্ঞতা ৷ কারণ সুদীপ শুধুমাত্র ভালো ফটোগ্রাফারই নয় , সেইসঙ্গে মানুষ হিসেবেও ও দারুণ ৷ এইকারণে আমরা অনেকেই ওর সঙ্গে কাজ করতে রাজি হয়েছি ৷ আর কলকাতায় দেখতে গেলে সেভাবে তো কোনও ক্যালেন্ডার শ্যুট হয় না ৷ তাই কিছু বছর ধরে একটা মানুষ একটা ভালো কাজের চেষ্টা করছে, তাঁকে সাপোর্ট করাটাই আসল ৷ এবারের ক্যালেন্ডার নিয়ে আমি খালি এটুকুই বলব যে কনসেপ্টটা জাস্ট দারুণ লেগেছে আমার ৷ পুরো ব্যাপারটাই লাইট রিফ্লেকশনের কাজ ৷ ভীষণ ন্যাচরাল শ্যুট ৷ সুদীপ তো আমাদের কস্টিউম নিয়েও ভাবতে বারণ করেছে ৷
’ক্যালেন্ডারের অন্যতম মুখ যাকে এতদিন চ্যানেলের ভিজে হিসেবেও দেখা গিয়েছে ৷ সেই মেঘা চৌধুরি এখন ধীরে ধীরে মুম্বই ইন্ডাস্ট্রিতেও নিজের কেরিয়ার গড়ার পথে ৷ ইতিমধ্যেই কাজ করে ফেলেছেন ‘প্রেম রতন ধন পায়ো’, ‘প্যায়ার কা পঞ্চনামা’, ‘এয়ারলিফ্ট’-এর মতো ছবিতে ৷ কিন্তু ব্যস্ততার মধ্যেই সুদীপ মজুমদারের ক্যালেন্ডার শ্যুট করতে তিনি একডাকেই চলে এসেছেন মুম্বই থেকে ৷ ক্যালেন্ডার শ্যুট শেষে তিনি জানালেন, ‘ কলকাতায় সবকিছুই ভীষণ স্ট্যাগনেন্ট, সেখানে অন্য কিছু নিয়ে ভাবাটাই দারুণ ৷ যেটা সুদীপ দা সবসময়েই করে এসেছেন ৷ আর এই ক্যালেন্ডার শ্যুটটা আমাদের মডেলদের কাছে একটা গেট ট্যুগেদারের মতো ৷ বছরের শুরুতে একটা ক্যালেন্ডার লঞ্চ হবে ৷ সেখানে আমরা সবাই থাকব ৷ এটাই তো একটা দারুণ ব্যাপার ৷’
ছবি সৌজন্যে: সুদীপ মজুমদার, ইনস্টাগ্রাম