TRENDING:

Sore Throat: তীব্র গলাব্যথায় ভুগছেন? এটাই কিন্তু ওমিক্রন সাব ভ্যারিয়েন্টের সবচেয়ে খারাপ লক্ষণ

Last Updated:

Sore Throat: নতুন সাব ভ্যারিয়েন্টের সবচেয়ে খারাপ উপসর্গ হল মারাত্মক গলাব্যথা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দাঁত, নখ বের করেছে করোনার নতুন স্ট্রেন বিএ.৫। সংক্রমণের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। টিকা নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। এমনকী যাঁরা আগে বিএ.১ কিংবা বিএ.২ ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন তাঁদেরও নয়া স্ট্রেনে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিএ.৫ স্ট্রেন দ্রুত ছড়াচ্ছেও। তবে আশার কথা হল, এই ভ্যারিয়েন্ট গুরুতর নয়।
টিকা নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছেন বহু মানুষ
টিকা নেওয়ার পরেও আক্রান্ত হচ্ছেন বহু মানুষ
advertisement

নতুন ওমিক্রন সাব ভ্যারিয়েন্টের সবচেয়ে খারাপ লক্ষণ : বিএ.৪ এবং বিএ.৫ ভ্যারিয়েন্টের উপসর্গ আগের সাব ভ্যারিয়েন্টগুলোর মতোই। আগের স্ট্রেনগুলোর মতো গুরুতর নয়, তাড়াতাড়ি সেরেও যায়। নতুন সাব ভ্যারিয়েন্টের সবচেয়ে খারাপ উপসর্গ হল মারাত্মক গলা ব্যথা। কয়েক মাস আগেও গলা ব্যথাকে খুব একটা পাত্তা দিত না মানুষ। তবে এখন এটাই করোনার লক্ষণ হতে পারে।

advertisement

কলোরাডো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের মতে, ওমিক্রনের অন্যান্য ভ্যারিয়েন্টের মতো বিএ.৫-ও প্রাথমিকভাবে উপরের শ্বাসযন্ত্রের উপর প্রভাব ফেলে। গলা ব্যথা, নাক বন্ধের মতো সাধারণ উপসর্গগুলো দেখা যায়। এতে বোঝা যায় ভাইরাস নাক এবং শ্বাসনালীতে প্রবেশ করেছে। তবে ডেল্টার মতো ওমিক্রনের ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করার সম্ভাবনা কম।

আরও পড়ুন :  বর্ষায় কলা খাওয়া কতটা নিরাপদ, জেনে নিন

advertisement

করোনার গলা ব্যথার মোকাবিলা কীভাবে: গলা ব্যথা হলে ওষুধ খাওয়ার পাশাপাশি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করতে হবে। যেহেতু গলা ব্যথা কোভিডের লক্ষণ তাই পরীক্ষা করানো এবং নিজেকে কোয়ারেন্টাইন করা জরুরি। পর্যাপ্ত বিশ্রাম, ঘরে রান্না করা স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং নিজেকে হাইড্রেটেড রাখতে হবে। ঘরোয়া প্রতিকার, যেমন গরম জলে গার্গল করা, কুসুম-কুসুম গরম জল বা মধু দিয়ে চা পানও ব্যথা উপশমে সাহায্য করবে।

advertisement

আরও পড়ুন : আবহাওয়ার সঙ্গে বদলে কেন ও কীভাবে বদলে যায় আমাদের মন, জানাচ্ছেন গবেষকরা

গবেষণা কী বলছে : ২০২২-এর এপ্রিলে বিএমজে জার্নালের একটি গবেষণায় দেখা গিয়েছে, ডেল্টা ওয়েভের তুলনায় ওমিক্রনে গলা ব্যথা বেশি হচ্ছে। ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রামিতদের গলা ব্যথার সম্ভাবনা ২৪ শতাংশ বেশি। ডেল্টার সময় মূলত ৩টি প্রধান উপসর্গ ছিল- জ্বর, গন্ধ চলে যাওয়া এবং ক্রমাগত কাশি। এবার এই লক্ষণগুলো তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে। গবেষণায় এও দেখা গিয়েছে, ডেল্টার তুলনায় ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তি হওয়ার সম্ভাবনা ২৫ শতাংশ কম। দ্রুত সেরে ওঠার সম্ভাবনাও ২.৫ গুণ বেশি।

advertisement

আরও পড়ুন : শুধু হাঁচিই এখন করোনা আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ, ভ্যারিয়েন্টের রূপ বদলে পাল্টেছে উপসর্গও!

সেরা ভিডিও

আরও দেখুন
অপেক্ষার অবসান, কনকনে শীতে শুরু হয়ে গেল এবছরের পৌষমেলা! প্রথম দিনেই রেকর্ড ভিড়
আরও দেখুন

ওমিক্রনের অন্যান্য লক্ষণ : গলা ব্যথা ছাড়াও, অন্যান্য সাধারণ ওমিক্রন লক্ষণগুলির মধ্যে রয়েছে কাশি, ক্লান্তি, এবং সর্দি। এর কারণ হল ইমিউন সিস্টেম ভাইরাসের সঙ্গে তার প্রবেশের পয়েন্টে অর্থাৎ নাকেই লড়াই করতে সক্ষম।

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sore Throat: তীব্র গলাব্যথায় ভুগছেন? এটাই কিন্তু ওমিক্রন সাব ভ্যারিয়েন্টের সবচেয়ে খারাপ লক্ষণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল