TRENDING:

Viral Video: বিয়ের রাতেই শালীর সঙ্গে সঙ্গে জামাইবাবুর কাণ্ড ফাঁস! নিমেষে ভাইরাল ভিডিও

Last Updated:

এমনই এক বিয়ের ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে যেখানে খুনসুটি করতে দেখা গিয়েছে শ্যালিকা ও জামাইবাবুকে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতীয় বিয়ে (Indian Marriage) মানেই তাতে থাকবে হাসি-মজা-আনন্দ৷ সঙ্গে পাত্র ও পাত্রী পক্ষের খুনসুটি৷ কখনও বরের বন্ধুরা নতুন বৌদির সঙ্গে মজা করেন তো কখনও শ্যালিকারা জামাইবাবুর থেকে টাকা চেয়ে আনন্দ করেন৷ এভাবেই তো জমজমাট থাকে ভারতীয় বিয়ে বাড়ি৷ এবার এমনই এক ঘটনার সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া (Social Media)৷ প্রয়সই এখন বিয়ের ছোট ছোট ভিডিও উঠে আসে ফেসবুক বা ইনস্টাগ্রামে৷ এই সব মজাদার ভিডিও দেখে মন খুলে হাসেন নেটিজেনরাও৷ আর সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায় দেখতে দেখতে (Viral Video of Indian wedding)৷ এমনই এক বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে খুনসুটি করতে দেখা গিয়েছে শ্যালিকা ও জামাইবাবুকে!
advertisement

আরও পড়ুন Viral Video: বড্ড লাজুক বর! বিয়ের আসরে যা করল...সুপার ভাইরাল ভিডিও

বিয়েতে জামাইদের থেকে টাকা চাওয়ার রীতি রয়েছে৷ এবং সেটা করে থাকেন শ্যালিকা বা ননদরা৷ জামাই যখন মেয়েকে বিয়ে করে নিয়ে আসেন তখন মোটা অঙ্কের টাকা দাবি করেন শ্যালিকারা৷ একই সঙ্গে নতুন বউ শ্বশুরবাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে দরজা আটকে টাকা চান ননদরাও৷ এবার এভাবেই এক বিয়ে বাড়িতে জামাইবাবুর থেকে টাকা চাইছেন শ্যালিকা৷ প্রধানত জামাইবাবুর জুতো চুরি করা হয় এবং সেই জুতো আদায়ের জন্য টাকা দিতে এক প্রকার বাধ্য হন নতুন জামাই৷ এসব নিয়ে মজা৷ বলিউডের জনপ্রিয় হাম আপকে হ্যায় কৌন ছবিতে দেখা গিয়েছিল নিশা চরিত্রে মাধুরী দিক্ষিতকে৷ এমনই এক ভূমিকায় ছিলেন তিনি৷ সেখানে তাঁর জামাইবাবুর জুতো চুরি করে তার থেকে টাকা চাইছিলেন তিনি৷ আর তার পরিপ্রেক্ষিতে হিট গান ছিল জুতে দো পয়সে লো৷ অর্থাৎ টাকা দিলে তবেই মিলবে জুতো!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

এই বিয়ে বাড়িতেও ঘটল এমন ঘটনা৷ শ্যালিকা জামাইবাবুর কাছে চেয়ে বসলেন টাকা কারণ তার হতে তখন পৌঁছে গিয়েছে প্রিয় জিজাজির জুতো৷ আর সিনেমার মাধুরীর মতো নেচে নেচে তিনিও বলছেন, জুতে দো পয়সে লো! এই ভিডিওটি দেখে নেটিজেনরা খুবই মজা পেয়েছেন৷ প্রচুর ভিউ পেয়েছে ভিডিও এবং সবাই বলছেন যে শালী-জামাইয়ের সম্পর্ক এমন না হলে হয়!

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral Video: বিয়ের রাতেই শালীর সঙ্গে সঙ্গে জামাইবাবুর কাণ্ড ফাঁস! নিমেষে ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল