TRENDING:

বাইসেক্সুয়াল মানুষদের কি বিয়ে করা উচিৎ? কী বলছেন বিশেষজ্ঞ

Last Updated:

বিয়ের পরেও কি যৌনক্ষেত্রে তৃপ্ত থাকতে পারেন বাইসেক্সুয়াল ব্যক্তিটি? জেনে নিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: যৌন আকর্ষণ যদি বিপরীত লিঙ্গের কারও প্রতি হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে হেটেরোসেক্সুয়াল বা স্ট্রেইট তকমা দেওয়া হয়ে থাকে তাঁর যৌন পছন্দের ভিত্তিতে। এরই ঠিক বিপরীত দিকে রয়েছেন হোমোসেক্সুয়ালরা। অর্থাৎ তাঁরা সমলিঙ্গের মানুষদের প্রতি যৌন আকর্ষণ অনুভব করে থাকেন। একজন পুরুষ অন্য পুরুষকে পছন্দ করলে তাঁকে গে, একজন নারী অন্য নারীকে পছন্দ করলে তাঁকে যৌনতার সংজ্ঞায় লেসবিয়ান বলা হয়ে থাকে। আর এই দুই গোত্রের মধ্যবর্তী অবস্থানে যাঁরা থাকেন, অর্থাৎ যাঁরা বিপরীত লিঙ্গ এবং সমলিঙ্গ দুইয়ের প্রতিই যৌন আকর্ষণ অনুভব করেন, তাঁদের বলা হয় বাইসেক্সুয়াল। এক পাঠক জানতে চেয়েছেন বিশেষজ্ঞ পল্লবী বার্নওয়ালের কাছে- বাইসেক্সুয়ালদের কি বিয়ে করা উচিৎ?
advertisement

অত্যন্ত জটিল প্রশ্ন, সন্দেহ নেই! আমাদের সমাজে এমন বহু সম্পর্কের ভাঙন দেখা যায় যেখানে এক পক্ষ বাইসেক্সুয়াল, অন্য পক্ষ হোমোসেক্সুয়াল। সম্পর্ক অত্যন্ত নিবিড় হওয়ার পরেও অনেক সময়ে পরিবারের চাপে বা স্বেচ্ছায় যখন বাইসেক্সুয়াল ব্যক্তিটি বিয়ে করেন, তখন সম্পর্ক ভেঙে যায়। এই ঘটনা শুধু ব্যক্তিবিশেষের ক্ষেত্রে নয়, সমাজের মানসিকতাতেও এক নেতিবাচক প্রভাব ফেলে। যাকে সমাজের ক্রমবর্ধমান মানসিক অবসাদের কারণ হিসেবেও দেখা যায়।

advertisement

প্রশ্ন হল, বিয়ের পরেও কি যৌনক্ষেত্রে তৃপ্ত থাকতে পারেন বাইসেক্সুয়াল ব্যক্তিটি? সমাজ সাক্ষী- বিয়ের পরেও একাধিক ব্যক্তি সমলিঙ্গের মানুষদের সঙ্গে যৌন সম্পর্ক চালিয়ে যেতে কুণ্ঠা বোধ করেন না। যা জানাজানি হলে দাম্পত্যে প্রভাব পড়ে!

সেই দিক থেকেই এই পর্বে সমস্যাটি বিশ্লেষণের চেষ্টা করেছেন পল্লবী। তিনি জানাচ্ছেন যে সমাজ হোমোসেক্সুয়ালদের যে চোখেই দেখুক না কেন, বাইসেক্সুয়ালদের সব সময়েই সন্দেহের চোখে দেখে, তার মধ্যে অবিশ্বাস থাকে, কিঞ্চিৎ পরিমাণ হলেও ঘৃণাও যে থাকে না- এমনটা জোর দিয়ে বলা যায় না। কেন না, যৌন প্রবৃত্তির দিক থেকে তাঁদের একজন হেটেরোসেক্সুয়াল ব্যক্তির তুলনায় যৌন সঙ্গী পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়। অতএব, ধরেই নেওয়া হয় যে বাইসেক্সুয়াল ব্যক্তি সেই সুযোগের সদ্ব্যবহার করবেন সারা জীবন- বিয়ের আগে যেমন, তেমনই বিয়ের পরেও!

advertisement

পল্লবী বলছেন যে সেটা করার মধ্যে ক্ষতি কিছু নেই। কিন্তু বিয়ে মানে একটা দায়িত্ব, স্পষ্ট ভাবে বললে একটা প্রতিষ্ঠান এবং স্ত্রী বা স্বামীর প্রতি অনুগত থাকার দায়িত্ব! কোনও বাইসেক্সুয়াল ব্যক্তি যদি অকপটে নিজের যৌন পছন্দের কথা স্ত্রী বা স্বামীর সঙ্গে আলোচনা করার সাহস রাখেন এবং তাঁর সম্মতি সহযোগে সমলিঙ্গের যৌনসঙ্গীর সঙ্গে সম্পর্ক রাখতে পারেন, সেক্ষেত্রে কারও কিছু বলার থাকতে পারে না। কিন্তু একেকজননের চরিত্র একেক রকমের হয়, তাই নিজেকে বুঝে সিদ্ধান্ত নিতে হবে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Pallavi Barnwal

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাইসেক্সুয়াল মানুষদের কি বিয়ে করা উচিৎ? কী বলছেন বিশেষজ্ঞ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল