সোশ্যাল মাধ্যমে শেয়ার হওয়া বহু ভিডিও ভাইরাল হয়েছে। মানুষের মন ভালো করেছে। সে হিরু আলমের কমেডি হোক বা রানু মন্ডলের গান। তবে এই সময়ে বেশ কিছু মজাদার ভিডিও সামনে এসেছে। সম্প্রতি একটি ভিডিও তুমুল জনপ্রিয় হয়েছে। একটি সাধারণ মেয়ের ভিডিও। তবে মেয়েটি যে সাহসী তা এই ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে। ভিডিওটি বিদেশের। কোথাকার তা জানা যয়নি।
advertisement
এক মহিলা শর্ট ড্রেস পরে মেট্রো ধরার জন্য এগিয়ে যাচ্ছেন। তাঁর কাঁধে ভ্যাগ। খোলা চুল। সব কিছুই ঠিক ছিল। কিন্তু সবার সামনে মহিলা যা করলেন তা সত্যিই হাস্যকর। হাঁটতে গিয়ে অসুবিধা হচ্ছিল ওই মহিলার। সে হঠাৎ করে মেট্রোতে ওঠার আগে একটু দাঁড়িয়ে পড়ে। এদিক ওদিক তাকিয়ে দেখে নেয়, কেউ তাঁকে দেখছে কিনা। তারপর হঠাৎ নিজের স্কার্ট তুলে নিতম্বে হাত দিয়ে অর্ন্তবাস ঠিক করতে শুরু করেন। এবং ফের স্মার্টলি মেট্রোতে উঠে যায়। যদিও ওই মহিলা ভাবেন তাঁর এই কাণ্ড কেউ দেখেনি। কিন্তু সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এই কাণ্ড। আবার ওই সময় মেট্রো স্টেশনের এক ব্যক্তির ক্যামেরাতেও ধরা পড়ে এই দৃশ্য। সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই মুহূর্তে ভাইরাল হয় ভিডিও। যদিও নেটিজেনরা এই মজার ভিডিও দেখে বলছেন, দেওয়ালের শুধু কান নয়, আজকাল কিন্তু চোখও আছে। তাই সাবধান।