TRENDING:

Sawan 2022: শ্রাবণ মাসের এই উপায়ই মালামাল করবে! দুরন্ত ভাবে কপাল খুলবে কেউ আটকাতে পারবেনা, দূর হবে সব বাধা-বিপত্তি

Last Updated:

Sawan 2022: শ্রাবণ মাসে তুমুল সংযোগ সমস্ত রকমের বাধা বিপত্তি দূর হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ বেদ ও পুরাণে শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র এমনই উল্লেখ করা হয়েছে ৷ এই মাসে ভক্তিভরে ভগবান শিবের পুজো করলে বিশেষ শুভ ফল পাওয়া যায় ৷ শাস্ত্রমতে এই শ্রাবণ মাসে যদি ভক্তিভরে কোনও পূজার্চনা করলে কোনও কিছুই ব্যর্থ হবেনা ৷ শিব ভক্তদের মনষ্কামনা পূরণ হবে ৷ বাধা বিপত্তি কেটে যাবে ৷ আটকে থাকা ভাগ্যের তালা খুলে যাবে ৷
advertisement

আয় বৃদ্ধির সঠিক উপায় শ্রাবণ মাসে পারদের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে হবে ৷ সোমবার এমন করলে মঙ্গল হতে পারে ৷ এরপরেই ওম শ্রী নমঃ এই মন্ত্রটি ১০৮ বার জপ করতে হবে ৷ প্রতিবার মন্ত্র জপ করার পরে বেলপাতা দিতে অর্পিত করতে হবে ৷ বেলপাতায় লিখতে হবে এ হি শ্রী ৷ মন্ত্র উচ্চারণ করে ১০৮টি বেলপাতা পুজোর স্থানে রাখতে হবে ৷ রোজ এই বেলপাতা পুজো করতে হবে ৷ আয় বাড়বে, ধন সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যাবে ৷

advertisement

শ্রাবণ মাসে ভক্তরা শিবকে অভিষেক করালে বিশেষ ফল ৷ অভিষেকের পদ্ধতি বদলাতে হবে ৷ শ্রাবণ মাসের যেকোনও দিনই দুধ ও কালো তিল দিয়ে অভিষেক করালে অত্যন্ত শুভ হবে ৷ তবে অভিষেক করার সময়ে তামার রেকাবি ব্যবহার করতে হবে ৷ না হলে অন্য কোনও ধাতুও ব্যবহার করাযেতে পারে ৷ অভিষেক করার সময় ওমঃ জুঁ স: মন্ত্র উচ্চারণ করাটা অত্যন্ত জরুরি ৷ এই ভাবে ভগবান শিবের কৃপায় রোগমুক্তি ঘটবে ৷

advertisement

আরও পড়ুন:  Banana Eating benefits: কলা উপকারি বলেই যখন-তখন খেলে হবে না, রয়েছে নির্দিষ্ট সময়

নিজের সামনাসামনি ইতিবাচক শক্তির সঞ্চার হতে পারে, নেতিবাচক মনোভাব দূর করতে হবে ৷ শ্রাবণ মাসে ভগবান শিবকে সুগন্ধি তেলের সাহায্যে অভিষেক করতে হবে ৷ এরফলে ঘরে সুখ-সমৃদ্ধি আসবে ৷ অন্যদিকে চিনি মিশিয়ে দুধের মাধ্যমে শিবলিঙ্গ করলে মস্তিষ্ক আরও তেজ হবে ৷

advertisement

আরও পড়ুন:  Curd In Monsoon: দই ছাড়া থাকতেই পারেন না? এই বাদলার মরশুমে 'এইভাবে' খান দই! নইলে কিন্তু বড় বিপদ

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

মহাদেবের বেলপাতা ও রুদ্রাক্ষ অত্যন্ত পছন্দের ৷ শ্রাবণ মাসে প্রতিদিন বেলপাতায় চন্দন দিয়ে ওঃ নমঃ শিবায় লিখে দিতে হবে ৷ বেলপাতার সংখ্যা ২১ হলে বিশেষ শুভ হবে ৷ এরসঙ্গে একমুখী রুদ্রাক্ষ শিবের প্রতি অর্পণ করলে শিব অত্যন্ত মনষ্কামনা পূরণ হবে ৷ শ্রাবণ মাসে প্রতিদিন ঘরে গোমুত্র ছড়িয়ে দিলে বিশেষ উপকার পাওয়া যায় ৷ এই উপায়ে ঘরের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে ৷ গোমুত্র ছিটিয়ে ধূপকাঠি জ্বালতে হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sawan 2022: শ্রাবণ মাসের এই উপায়ই মালামাল করবে! দুরন্ত ভাবে কপাল খুলবে কেউ আটকাতে পারবেনা, দূর হবে সব বাধা-বিপত্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল