TRENDING:

Mercedes as Gift: স্বপ্ন যখন সত্যি! বালকের আব্দার শুনে আস্ত মার্সিডিজ উপহার দিলেন সৌদি যুবরাজ

Last Updated:

Mercedes as Gift: ওই খুদে যুবরাজ মহম্মদ বিনের কাছে মার্সিডিজ চাইছে মজার ছলেই৷ তৎক্ষণাৎ মঞ্জুর হয়ে যায় তার সেই আব্দার৷ ইন্টারনেটে তুমুল ভাইরাল সেই ভিডিও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উপহার পেতে কার না ভাল লাগে! তাই বলে উপহারে আস্ত একটা মার্সিডিজ? স্বপ্নের মতো সেই ঘটনাই সত্যি হল সৌদি আরবের এক বালকের ক্ষেত্রে৷ সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমন আল সৌদ তাঁর আব্দার শুনে উপহার দিয়েছেন মার্সিডিজ৷ ইন্টারনেটে ভাইরাল সেই ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে ওই খুদে যুবরাজ মহম্মদ বিনের কাছে মার্সিডিজ চাইছে মজার ছলেই৷ তৎক্ষণাৎ মঞ্জুর হয়ে যায় তার সেই আব্দার৷ ইন্টারনেটে তুমুল ভাইরাল সেই ভিডিও৷
ওই খুদে যুবরাজ মহম্মদ বিনের কাছে মার্সিডিজ চাইছে মজার ছলেই
ওই খুদে যুবরাজ মহম্মদ বিনের কাছে মার্সিডিজ চাইছে মজার ছলেই
advertisement

মাইক্রো ব্লগিং সাইট এক্স (অতীতের ট্যুইটার) -এ পোস্ট করা হয়েছে সেই ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে একটি বাড়ি থেকে বার হচ্ছেন সৌদি যুবরাজ৷ তাঁকে অভিবাদন জানানোর জন্য অপেক্ষারত ছিলেন অনেকেই৷ সেই জটলা থেকেই এক শিশু আচমকাই বলে ওঠে ‘‘আমার একটা মার্সিডিজ চাই৷’’ উত্তরে যুবরাজ জিজ্ঞাসা করেন ‘‘তোমার মার্সিডিজ চাই?’’

advertisement

শুনে সাগ্রহে মাথা নাড়ে ওই শিশু৷ জবাবে কিছু না বলে যুবরাজের মুখে আন্তরিক হাসি৷ সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গীদের তিনি নির্দেশ দেন ওই বালকের ঠিকানা নিয়ে নিতে৷

পরের দিনই ইচ্ছেপূরণ৷ বালকের ঠিকানায় পৌঁছে যায় মার্সিডিজ৷ নতুন ঝাঁ চকচকে বিলাসবহুল গাড়ির সঙ্গে তার পোজ দেওয়াও রয়েছে একই ভিডিওতে৷

advertisement

দ্রুত সেই ভিডিও ভাইরাল হয়ে যায়৷ মন্তব্যস্রোতে এসেছে অসংখ্য মন্তব্য৷ এক নেটিজেন লিখেছেন ‘‘ভাগ্যবান দেশ…একদিন ঠিকানা নিয়ে পর দিনই বাড়িতে চলে এল মার্সিডিজ৷’’ কারওর মন্তব্যে মিশে আছে রসিকতাও৷ তিনি লিখেছেন ‘‘আর এখানে আমরা ভাবি যে বাচ্চারা এক প্যাকেট চিপস পেতে পারে কিনা৷’’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে এই ভিডিও কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, সেটা জানা যায়নি৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mercedes as Gift: স্বপ্ন যখন সত্যি! বালকের আব্দার শুনে আস্ত মার্সিডিজ উপহার দিলেন সৌদি যুবরাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল