মাইক্রো ব্লগিং সাইট এক্স (অতীতের ট্যুইটার) -এ পোস্ট করা হয়েছে সেই ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে একটি বাড়ি থেকে বার হচ্ছেন সৌদি যুবরাজ৷ তাঁকে অভিবাদন জানানোর জন্য অপেক্ষারত ছিলেন অনেকেই৷ সেই জটলা থেকেই এক শিশু আচমকাই বলে ওঠে ‘‘আমার একটা মার্সিডিজ চাই৷’’ উত্তরে যুবরাজ জিজ্ঞাসা করেন ‘‘তোমার মার্সিডিজ চাই?’’
advertisement
শুনে সাগ্রহে মাথা নাড়ে ওই শিশু৷ জবাবে কিছু না বলে যুবরাজের মুখে আন্তরিক হাসি৷ সঙ্গে সঙ্গে তাঁর সঙ্গীদের তিনি নির্দেশ দেন ওই বালকের ঠিকানা নিয়ে নিতে৷
পরের দিনই ইচ্ছেপূরণ৷ বালকের ঠিকানায় পৌঁছে যায় মার্সিডিজ৷ নতুন ঝাঁ চকচকে বিলাসবহুল গাড়ির সঙ্গে তার পোজ দেওয়াও রয়েছে একই ভিডিওতে৷
দ্রুত সেই ভিডিও ভাইরাল হয়ে যায়৷ মন্তব্যস্রোতে এসেছে অসংখ্য মন্তব্য৷ এক নেটিজেন লিখেছেন ‘‘ভাগ্যবান দেশ…একদিন ঠিকানা নিয়ে পর দিনই বাড়িতে চলে এল মার্সিডিজ৷’’ কারওর মন্তব্যে মিশে আছে রসিকতাও৷ তিনি লিখেছেন ‘‘আর এখানে আমরা ভাবি যে বাচ্চারা এক প্যাকেট চিপস পেতে পারে কিনা৷’’
তবে এই ভিডিও কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, সেটা জানা যায়নি৷