পুজোর সাজ:
সরস্বতী পুজো মানেই তো সাজে থাকা উচিত হলুদ আর সাদা। আর এমনিতে আমরা সকলেই জানি যে, সরস্বতী পুজো আর শাড়ির এক নিবিড় সম্পর্ক রয়েছে। তবে মাথায় রাখা উচিত যে, পুজোর সাজে সব সময় স্নিগ্ধতাই যেন বিরাজ করে। উগ্র সাজ কিন্তু একেবারেই চলবে না। তবে হলুদ কিংবা সাদা রঙের বাইরে বেছে নেওয়া যেতে পারে উজ্জ্বল কমলা কিংবা সবুজও।
advertisement
আরও পড়ুন - কাড়ি কাড়ি ওষুধ ফেল! হাজার চেষ্টাতেও ব্লাড সুগার কন্ট্রোল হয় না, চমকপ্রদ 'ফল' দেবে এই 'ফুল'!
মেয়েদের সাজ:
সরস্বতী পুজো মানেই তো শাড়ি। এই দিনে কচি-কাঁচাদের মধ্যে শাড়ি পরার উন্মাদনাই থাকে আলাদা। আবার বলা যায়, জীবনের প্রথম শাড়ি পরার হাতেখড়ি হয়ে যায় এই দিনটি থেকেই। সত্যি বলতে কী সরস্বতী পুজোর ঠিক আগে থেকেই বিভিন্ন শাড়ির দোকানে চোখে পড়ে ছোট্ট ছোট্ট মেয়েদের জন্য লাল পাড় হলুদ শাড়ির সম্ভার। যা সত্যিই মনটা ভাল করে দেয়। আর পুজোর দিনে সেই ছোট্ট ছোট্ট শাড়ি পরে মায়ের হাতে সেজে স্কুলে হাজির হয় তারা।
আরও পড়ুন - ব্লাড সুগার থেকে বাঁচতে চান? মেনে চলুন এই কয়েকটি টোটকা, রক্তে চিনি কমবেই
এ তো গেল ছোটদের কথা। বড়রাও কিন্তু এই দিনে সাধারণত শাড়িই বেছে নেন। সরস্বতী পুজো মূলত সকালের দিকেই হয়, তাই সাজগোজও হওয়া উচিত সে-রকমই। হলুদের নানা শেডের সুতি কিংবা হ্যান্ডলুম কিংবা খাদির শাড়ি এই দিনটির জন্য আদর্শ। লাল অথবা সবুজ পাড়ের হলুদ শাড়ি তো চিরন্তনী। আবার সাদাও খুবই সুন্দর লাগে এই দিনটির জন্য। অন্য রকম সাজতে চাইলে হালকা হলুদ পাড়ের সাদা শাড়িও বেছে নেওয়া যেতে পারে। সঙ্গে থাকুক কনট্রাস্ট অথবা ম্যাচিং ব্লাউজ। আর মাথায় রাখা দরকার যে, সরস্বতী পুজোর মেক-আপ হবে হালকা এবং ছিমছাম। চড়া মেক-আপ কিন্তু একেবারেই যাবে না। আর চুল খোঁপা করে কিংবা খোলা রেখে জড়িয়ে নেওয়া যায় উজ্জ্বল হলুদ গাঁদার মালা।
ছেলেদের সাজ:
সরস্বতী পুজোয় ছেলেদের সাজেও থাকুক হলুদ আর সাদার ছোঁয়া। হলুদ সুতির কিংবা খাদির পাঞ্জাবি এই দিনের জন্য আদর্শ। বেছে নেওয়া যেতে পারে চিকনকারি হালকা সেলফ কাজের সাদা কিংবা হলুদ রঙের পাঞ্জাবিও। যাঁরা ধুতি পরতে পছন্দ করেন তাঁরা হলুদ অথবা সাদা পাঞ্জাবির সঙ্গে বেছে নিতে পারেন সরু লাল পাড়ের সাদা ধুতি। আবার চুড়ি পাজামা কিংবা জিনসের সঙ্গেও টিম-আপ করা যেতে পারেন পাঞ্জাবি। যাঁরা পুরোপুরি সাবেকি লুক চান না, তাঁরা বেছে নিতে পারেন হলুদ অথবা সাদা রঙের কুর্তা কিংবা এথনিক ব্লক প্রিন্টের শার্টও। পরিবারের খুদে সদস্যটির সাজও হবে হলুদ কিংবা সাদায়। ছোট্ট হলুদ পাঞ্জাবির সঙ্গে পরিয়ে দেওয়া যেতে পারে সাদা ধুতি কিংবা পাজামা।
