সিন্ধ স্থাপত্য থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি সারার পরনের ‘ওমেরা লেহঙ্গা’ ৷ বহু রঙের ফ্লোরাল মোটিফ বোনা হয়েছে হাতে ৷ র’ সিল্কের উপর গাঁথা হয়েছে গোটা পাত্তি এবং চুমকি ৷ ঐতিহ্যের সঙ্গে আছে আধুনিকতার মিশেলও ৷ সারার পরনের এই লেহঙ্গায় আছে পকেট! ডিজাইনার অনিতার কথায়, ‘‘ হোমেজ হল পুরাতন ও নূতনের মেলবন্ধন ৷ সূক্ষ্মাতিসূক্ষ্ম কাজের এই লেহঙ্গা বলে চলে হস্তশিল্প ও সংস্কৃতির কথা৷ সেরা শিল্পীরা তৈরি করেছেন এই লেহঙ্গা৷’’ অনিতার তৈরি লেহঙ্গা পরে সারা ফ্রেমবন্দি হয়েছেন রাজস্থানের বারওয়ারা কেল্লায় ৷
advertisement
আরও পড়ুন : হাজির গাঢ় রঙের সুতোয় গাঁথা হিরের রাখী! কেনার আগে জেনে নিন দাম
অনিতা জানিয়েছেন এই হোমেজ কালেকশনে প্রতিটি পোশাকে আছে হয় কোনও বিশেষ রং, বা কোনও বিশেষ নক্সা৷ থাকতে পারে বিশেষ কোনও কথাও৷ নববধূর পছন্দসই কোনও বিশেষ জিনিস লিপিবদ্ধ করাই এই রেঞ্জের বিশেষত্ব৷ তাঁদের পছন্দ অনুসারে তৈরি করা হবে এই কাস্টমাইজ বিয়ের পোশাক ৷
আরও পড়ুন : এই ভুলগুলোর জন্যই কি আপনি সরে যাচ্ছেন শারীরিক সম্পর্ক থেকে, ভাবুন একবার
মডেলিংয়ের পাশাপাশি সারা এক আন্তর্জাতিক সংস্থার ত্বক প্রসাধনীর সঙ্গেও যুক্ত ৷ পাশাপাশি তাঁর আগ্রহ আছে বায়ো সায়েন্সে সংক্রান্ত গবেষণাতেও ৷ তিনি ছাড়াও এই হোমেজ রেঞ্জের পোশাকে সেরেনা জেঠমালানি, রিয়া কুরুভিল্লা, তিয়ানা তারাপোরভালা, অ্যালাভিয়া জাফরির মতো খ্যাতনামীদেরও৷
