TRENDING:

Sara Tendulkar in Pink Lehanga : রেশমি জমিনে চুমকির বুনোটে বোনা লেহঙ্গা পরনে রাজস্থানি কেল্লায়, সচিনকন্যা সারা যেন রূপকথার রাজকুমারি

Last Updated:

Sara Tendulkar in Pink Lehanga : যে পোশাক তিনি পরে তিনি ফোটোশ্যুট করেছেন সেটি অনিতার লেটেস্ট কালেকশন ‘হোমেজ’-এর অংশ ৷ ভারতীয় পোশাকে ফুটে উঠেছে অঞ্জলিদুহিতার অপরূপ সৌন্দর্য ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শৌখিনী হিসেবে অনেক দিনই নজর কেড়েছেন সারা তেন্ডুলকর ৷ এ বার সচিনকন্যাকে দেখা গেল কারুকার্যময় গোলাপি-সোনালি লেহঙ্গায় ৷ নামী ফ্যাশন ডিজাইনার অনিতা ডোংরের তৈরি পোশাক পরে সারা দাঁড়িয়ে আছেন রাজস্থানি কেল্লার সিঁড়িতে ৷ তাঁকে সত্যিই মনে হচ্ছে যেন কোনও রূপকথার রাজকন্যা ৷ যে পোশাক তিনি পরে তিনি ফোটোশ্যুট করেছেন সেটি অনিতার লেটেস্ট কালেকশন ‘হোমেজ’-এর অংশ ৷ ভারতীয় পোশাকে ফুটে উঠেছে অঞ্জলিদুহিতার অপরূপ সৌন্দর্য ৷
Sara Tendulkar in Pink Lehanga
Sara Tendulkar in Pink Lehanga
advertisement

সিন্ধ স্থাপত্য থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি সারার পরনের ‘ওমেরা লেহঙ্গা’ ৷ বহু রঙের ফ্লোরাল মোটিফ বোনা হয়েছে হাতে ৷ র’ সিল্কের উপর গাঁথা হয়েছে গোটা পাত্তি এবং চুমকি ৷ ঐতিহ্যের সঙ্গে আছে আধুনিকতার মিশেলও ৷ সারার পরনের এই লেহঙ্গায় আছে পকেট! ডিজাইনার অনিতার কথায়, ‘‘ হোমেজ হল পুরাতন ও নূতনের মেলবন্ধন ৷ সূক্ষ্মাতিসূক্ষ্ম কাজের এই লেহঙ্গা বলে চলে হস্তশিল্প ও সংস্কৃতির কথা৷ সেরা শিল্পীরা তৈরি করেছেন এই লেহঙ্গা৷’’ অনিতার তৈরি লেহঙ্গা পরে সারা ফ্রেমবন্দি হয়েছেন রাজস্থানের বারওয়ারা কেল্লায় ৷

advertisement

আরও পড়ুন :  হাজির গাঢ় রঙের সুতোয় গাঁথা হিরের রাখী! কেনার আগে জেনে নিন দাম

অনিতা জানিয়েছেন এই হোমেজ কালেকশনে প্রতিটি পোশাকে আছে হয় কোনও বিশেষ রং, বা কোনও বিশেষ নক্সা৷ থাকতে পারে বিশেষ কোনও কথাও৷ নববধূর পছন্দসই কোনও বিশেষ জিনিস লিপিবদ্ধ করাই এই রেঞ্জের বিশেষত্ব৷ তাঁদের পছন্দ অনুসারে তৈরি করা হবে এই কাস্টমাইজ বিয়ের পোশাক ৷

advertisement

আরও পড়ুন : এই ভুলগুলোর জন্যই কি আপনি সরে যাচ্ছেন শারীরিক সম্পর্ক থেকে, ভাবুন একবার

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

মডেলিংয়ের পাশাপাশি সারা এক আন্তর্জাতিক সংস্থার ত্বক প্রসাধনীর সঙ্গেও যুক্ত ৷ পাশাপাশি তাঁর আগ্রহ আছে বায়ো সায়েন্সে সংক্রান্ত গবেষণাতেও ৷ তিনি ছাড়াও এই হোমেজ রেঞ্জের পোশাকে সেরেনা জেঠমালানি, রিয়া কুরুভিল্লা, তিয়ানা তারাপোরভালা, অ্যালাভিয়া জাফরির মতো খ্যাতনামীদেরও৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Sara Tendulkar in Pink Lehanga : রেশমি জমিনে চুমকির বুনোটে বোনা লেহঙ্গা পরনে রাজস্থানি কেল্লায়, সচিনকন্যা সারা যেন রূপকথার রাজকুমারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল