আগামী বছর, অর্থাৎ ২০২৫ সাল থেকে তা ক্যানসারের রোগীদের দেওয়া হবে বিনামূল্যে। এমনটাই দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থ রেডিয়োলজি মেডিক্যাল রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর আন্দ্রে কাপ্রিন জানিয়েছেন, রাশিয়ার বিজ্ঞানীরা ‘MRNA’ বা মেসেঞ্জার আরএনএ প্রযুক্তির সাহায্যে ক্যানসারের প্রতিষেধক তৈরি করেছেন। এই ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চলছে দেশে। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের মধ্যেই তা চলে আসবে সবার কাছে।
advertisement
আরও পড়ুন– ‘যব প্যায়ার করে কোই…’ ৭০ বছরের অভিনেতার প্রেমে হাবুডাবু? ট্রোলের মুখে অভিনেত্রী
সংবাদসংস্থা সূত্রে খবর, এই ভ্যাকসিনটি শরীরের ক্যানসারের সেল বা কোষ চিনে নিতে পারে। তারপর শুরু করে ধ্বংস করা। এই থেরাপিউটিক ক্যানসার ভ্যাকসিন টিউমার কোষের প্রোটিন বা অ্যান্টিজেনকে বিশেষভাবে টার্গেট করে। টিউমার নির্মূলে কার্যকর হয়ে ওঠে। এখনও পর্যন্ত রুশ বিজ্ঞানীদের দাবি, এই প্রতিরোধমূলক ভ্যাকসিন (HPV) ক্যানসার প্রতিরোধে খুবই সহায়ক। নতুন ভ্যাকসিন শরীরে সাধারণ ইঞ্জেকশনের মারফতই দেওয়া হবে। বিজ্ঞানীদের দাবি, প্রাকৃতিক উপাদান থেকে এই ভ্যাকসিন তৈরি করা হয়েছে, তাই এর কোনও সাইড-এফেক্ট বা পার্শ্বপ্রতিক্রিয়া হবে না।