TRENDING:

Rose Water in Skin Care: গোলাপজলে এই জিনিসগুলি মিশিয়ে মাখছেন? পুজোর দিনগুলিতে ত্বকের কিন্তু দফারফা! এখনই জানুন

Last Updated:

Rose Water in Skin Care: গোলাপজলের সঙ্গে কিছু উপকরণ কোনওভাবেই ব্যবহার করা যাবে না৷ করলে ত্বকের খুবই ক্ষতি হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুজোর সময় অল্পবিস্তর প্রসাধন এবং তার জন্য রূপচর্চা সকলেই করেন৷ নামীদামী সিন্থেটিক প্রসাধনীর বাইরে ঘরোয়া উপকরণও আমাদের কাজে লাগে অনেক দিক দিয়েই৷ গোলাপজল আমাদের পছন্দের রূপটান, রূপচর্চার উপকরণ৷ নানা ভাবে আমরা গোলাপজল ব্যবহার করি ত্বকের যত্নে৷
নানা ভাবে আমরা গোলাপজল ব্যবহার করি ত্বকের যত্নে
নানা ভাবে আমরা গোলাপজল ব্যবহার করি ত্বকের যত্নে
advertisement

কিন্তু জানেন কি গোলাপজলের সঙ্গে কিছু উপকরণ কোনওভাবেই ব্যবহার করা যাবে না৷ করলে ত্বকের খুবই ক্ষতি হবে৷ এ ব্যাপারে সতর্ক করেছেন রূপ বিশেষজ্ঞ মাধুরী আগরওয়াল৷

অ্যালকোহল প্রধান টোনার:

যে টোনারের মূল উপকরণ অ্যালকোহল, তার সঙ্গে গোলাপজল মিশিয়ে মাখলে ত্বক কর্কশ ও শুকনো হয়ে উঠবে৷ ত্বকে লালচেভাব, অতিরিক্ত শুষ্কতা-সহ নানা সংক্রমণ দেখা দিতে পারে৷

advertisement

কড়া অ্যাসিড :

গ্লাইকোলিক বা স্যালিসাইক্লিক অ্যাসিডের সঙ্গেও গোলাপজল ব্যবহার করবেন না৷ এতে ত্বক অতিরিক্ত স্পর্শকাতর হয়ে পড়তে পারে৷

হাইড্রোজেন পারঅক্সাইড:

হাইড্রোজেন পার অক্সাইডের মতো যৌগের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলেও গোলাপজল থেকে হিতে বিপরীত হতে পারে৷ ত্বকে সংক্রমণ দেখা দিতে পারে৷

advertisement

এসেনশিয়াল অয়েল :

কিছু এসেনশিয়াল অয়েল ত্বকের জন্য উপকারী, তাতে সন্দেহ নেই৷ কিন্তু যেগুলিতে কনসেনট্রেশন অত্যধিক, সেগুলি গোলাপজলের সঙ্গে ব্যবহার করা এড়িয়ে চলাই ভাল৷ জল মিশিয়ে পাতলা করে তবেই এসেনশিয়াল অয়েল ব্যবহার করতে পারেন গোলাপজলের সঙ্গে৷

ব্লিচিং উপাদান :

ত্বকের রং হাল্কা করার জন্য আমরা অনেক সময়ই নানা রকম ব্লিচিং উপাদান ব্যবহার করি৷ ব্লিচিং উপকরণের সঙ্গে গোলাপজল মিশিয়ে মাখলে দেখা দিতে পারে নানা রকমের সংক্রমণ৷

advertisement

কড়া অ্যাস্ট্রিনজেন্টস :

গোলাপজলের সঙ্গে কখনওই কড়া অ্যাস্ট্রিনজেন্ট মিশিয়ে ব্যবহার করবেন না৷ এতে ত্বক থেকে স্বাভাবিক আর্দ্রতা ও তেল দূর হয়ে যায়৷ অত্যন্ত শুষ্ক হয়ে পড়ে ত্বক৷

সিন্থেটিক সুগন্ধি:

প্রাকৃতিক সুগন্ধি যত উপকারী, সিন্থেটিক বা কৃত্রিম সুগন্ধি ততটাই ক্ষতিকর৷ গোলাপজলের সঙ্গে কৃত্রিম সুগন্ধি মিশিয়ে ব্যবহার করলে ত্বকের ক্ষতি হয়৷

advertisement

স্ক্রাবার:

কিছু স্ক্রাবারে বড় বড় দানা থাকে৷ সেগুলি ত্বকের পক্ষে যথেষ্ট ক্ষতিকর৷ সেগুলি কখনওই গোলাপজলের সঙ্গে ব্যবহার করবেন না৷

কেমিক্যাল পিলস:

আমরা অনেকেই রাসায়নিক পিল-এর আবরণ দিয়ে মুখের ত্বকের যত্ন নিই৷ পিলের আস্তরণ তুলে ফেলার পরই গোলাপজল দিলে ত্বকের ক্ষতি হতে পারে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (ছবি-নেটমাধ্যম)

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Rose Water in Skin Care: গোলাপজলে এই জিনিসগুলি মিশিয়ে মাখছেন? পুজোর দিনগুলিতে ত্বকের কিন্তু দফারফা! এখনই জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল