TRENDING:

Respiratory Diseases Remedy: এই পাউডার যেন আয়ুর্বেদের আশীর্বাদ; শীতকালে শ্বাসযন্ত্রের রোগ তো দূর করবেই, সঙ্গে বাড়াবে ইমিউনিটিও

Last Updated:

শীতের মরশুম এলেই শ্বাসযন্ত্রের নানা সমস্যার উপসর্গ ফুটে উঠতে শুরু করে। আর সেই সমস্যা দূর করতে একটি ভেষজ উপাদান মহৌষধের মতো কাজ করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শীতের মরশুম এলেই শ্বাসযন্ত্রের নানা সমস্যার উপসর্গ ফুটে উঠতে শুরু করে। আর সেই সমস্যা দূর করতে একটি ভেষজ উপাদান মহৌষধের মতো কাজ করে। আর সেটি হল সিতোপলাদি আয়ুর্বেদিক পাউডার। কিন্তু এটা আসলে কী? আজকের প্রতিবেদনে এই বিষয়েই আলোচনা করে নেওয়া যাক।
advertisement

আরও পড়ুনঃ ফল হাতেনাতে! নিমেষেই গায়েব ‘ব্যথা’! বাড়ির পাশের ‘এই’ গাছের পাতাই গাঁটের ‘প্রতিরোধী’

আসলে শ্বাসযন্ত্রের সমস্যার পাশাপাশি টিবি বা যক্ষ্মার ক্ষেত্রেও অনেকটা আশীর্বাদের মতো কাজ করে সিতোপলাদি আয়ুর্বেদিক পাউডার। প্রতিদিন এই চূর্ণ সেবন করলে একাধিক রোগ দূর হবে। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নানা উপায়ে এই চূর্ণ ব্যবহার করা সম্ভব। এমনকী আজকাল বাজারে সহজেই পাওয়া যায় সিতোপলাদি আয়ুর্বেদিক পাউডার।

advertisement

ফিরোজাবাদের আয়ুর্বেদিক চিকিৎসক ডা. কবিতা মহেশ্বরী বলেন যে, একাধিক রোগের জন্য দারুণ ভাবে কাজ করে সিতোপলাদি পাউডার। মূলত পাঁচটি ভেষজ মিশিয়ে তৈরি করা হয় এই চূর্ণ। সুগার ক্যান্ডি, পঞ্চলোচন, পিপল, এলাচ এবং দারচিনি গুঁড়ো করে তা একটি কাপড়ের সাহায্যে পরিশ্রুত করে তৈরি করা হয়।

ওই আয়ুর্বেদিক চিকিৎসক আরও বলেন যে, শ্বাসযন্ত্রে সমস্যা থাকা রোগীদের চিকিৎসায় এটি ব্যবহার করা যেতে পারে। শ্বাসনালীতে হওয়া সমস্যা দূর করতেও সক্ষম সিতোপলাদি চূর্ণ। আবার টিবি বা যক্ষ্মা রোগীদের ক্ষেত্রেও রোগ নিরাময় করার অব্যর্থ দাওয়াই এটি। শীতের মরশুমে শিশুদের রক্ষা করতে এই চূর্ণ ব্যবহার করা হয়। আসলে সিতোপলাদি চূর্ণ ইমিউনিটি সিস্টেমকে জোরালো করে। এছাড়া আরও অন্যান্য রোগের চিকিৎসাতেও এটি ব্যবহৃত হয়। যেমন- কাশির সমস্যা দূর করতে দারুণ কার্যকর সিতোপলাদি। এমনকী মৃদু জ্বরের ক্ষেত্রেও তা মহৌষধি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

কিন্তু এই চূর্ণের স্বাদ কেমন? ডা. কবিতা মহেশ্বরীর কথায়, সিতোপলাদি চূর্ণ স্বাদে হালকা মিষ্টি। কারণ এতে সুগার ক্যান্ডি যোগ করা হয়। আর এই পাউডার বাজারে সহজলভ্যও বটে। বিশেষ করে আয়ুর্বেদিক দোকানগুলিতে দেখা মিলবে সিতোপলাদির। এমনকী অনলাইনেও কেনা যাবে এটি। মধু, জল এবং দুধের সঙ্গে মিশিয়ে সিতোপলাদি চূর্ণ সেবন করলে একাধিক রোগের আশঙ্কা দূর হবে।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Respiratory Diseases Remedy: এই পাউডার যেন আয়ুর্বেদের আশীর্বাদ; শীতকালে শ্বাসযন্ত্রের রোগ তো দূর করবেই, সঙ্গে বাড়াবে ইমিউনিটিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল