প্রথম করণীয়:
এই ধরনের বিষয় অত্যন্ত সংবেদনশীল৷ ফলে মাথা ঠাণ্ডা রেখে প্রথমে ভেবে নিতে হবে, কী করণীয়৷ তার পর সন্তানকে বোঝাতে হবে৷ যদি আমরা সন্তানকে রাগের বশেই আবার উত্তর দিয়ে বসি, তা হলে কিন্তু সম্পর্ক আরও খারাপ হয়ে যাবে৷ তাই মাথা ঠাণ্ডা করার জন্য আগে সময় নিতে হবে৷ এবার জেনে নেব, সন্তানের বয়স অনুযায়ী, কী ভাবে এই ধরনের অবস্থা সামলানো যাবে৷
advertisement
ছোট বাচ্চাদের ক্ষেত্রে (Parenting Tips):
বাচ্চারা না-বুঝেই অনেক সময় মা-বাবাদের এই ধরনের কথা বলে ফেলে৷ বাচ্চারা রাগ দেখিয়ে কথাগুলো বললেও আসলে ব্যাপারটা রাগের নয়৷ বুঝতে হবে, ওদের কোনও অসুবিধা হয়েছে, আর সেই বিষয়ে ওরা আমাদের সাহায্য চাইছে৷ সেই কারণেই ওদের এমন প্রতিক্রিয়া৷ আবার ধরা যাক, আমরা শিশুদের টিভি দেখতে হয় তো বারণ করছি, অথবা বেশি চকোলেট খেতে বারণ করছি৷ তখন ওরা বিরক্ত হয়ে বার বার ‘ঘৃণা করি’, ‘সহ্য করতে পারছি না’ এই ধরনের কথা বলে ফেলছে৷ সেই মুহূর্তে রেগে গেলে চলবে না৷ ওরা যদি বলে, ‘আমি তোমাকে সহ্য করতে পারছি না’, তখন আমাদের বলতে হবে, ‘আমি তো তোমাকে খুবই ভালোবাসি’৷ আসলে ওদের বুঝিয়ে লাভ নেই৷ কারণ ওরা ঘৃণার মতো ভারী শব্দের অর্থ বুঝবে না৷
বালক-বালিকাদের ক্ষেত্রে:
আবার, দশ থেকে বারো বছর বয়সি ছেলে-মেয়েরা কিন্তু ঘৃণার গুরুত্ব অথবা গভীরতা অল্পবিস্তর বুঝতে সক্ষম৷ তা বলে তারা যে ইচ্ছে করে বলছে, তা কিন্তু নয়৷ তাই আমাদের লক্ষ্য করতে হবে, এই ধরনের কথা সন্তান কেন বলছে৷ সেটা ভালো করে বুঝে নিতে হবে৷ তার পর সন্তানের মাথা ঠাণ্ডা হলে তাকে ডেকে কাছে বসিয়ে তার সমস্যার সমাধান করতে হবে৷
টিনএজারদের ক্ষেত্রে (Parenting Tips):
শিশুদের ক্ষেত্রে অথবা বালক-বালিকাদের ক্ষেত্রে বিষয়টা হয় তো ততটাও জটিল হয় না৷ কিন্তু সন্তান এই দুই ধরনের বয়স পেরিয়ে খানিকটা বড় হয়ে গেলে সে ক্ষেত্রে বিষয়টা বেশ জটিল হয়ে ওঠে৷ কারণ টিনএজাররা সাধারণত ইচ্ছে করে মা-বাবার মনে আঘাত দেওয়ার জন্যই এই ধরনের কথাবার্তা বলে থাকে৷ এর ফল কী হতে পারে, সেটা যথেষ্ট বুঝেশুনেই ওরা এই কথাগুলো বলে৷ এমন পরিস্থিতিতে সবার আগে আমাদের নিজেদেরকে শান্ত করতে হবে এবং সন্তানকেও মাথা ঠাণ্ডা করার সময় দিতে হবে৷ তার পরেই ধীরে-সুস্থে সন্তানের সঙ্গে কথা বলা উচিত৷ সন্তানদের বোঝাতে হবে যে, ‘ঘৃণা করি’, ‘সহ্য করতে পারছি না’ এই ধরনের কথাগুলো কতটা রূঢ়৷ সেই সঙ্গে এটাও বুঝিয়ে দিতে হবে যে, কারও মনকে ছিঁড়েখুঁড়ে বিধ্বস্ত করে দিতে এই কয়েকটা কথাই যথেষ্ট!