TRENDING:

Relationship Tips: একটা ছোট্ট ভুল বোঝাবুঝিতেই সব শেষ! সম্পর্ক মজবুত করতে এগুলি গুরুত্ব দিন...

Last Updated:

আমরা সবাই কিন্তু একে অপরের বিশ্বাস অর্জন করতে বছরের পর বছর ব্যয় করি। (Relationship Tips)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভালো বোঝাপড়া, আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান-- এই হল যে কোনও স্বাস্থ্যকর সম্পর্কের চাবিকাঠি (Relationship Tips)। প্রায় প্রত্যেক সুখী দম্পতিই এই কথা বলবেন। এমনকী যাঁরা এক সময়ে ভালো সম্পর্কে আবদ্ধ ছিলেন, সেই সকল দম্পতিরাও এই বক্তব্যের সঙ্গে একমত হবেন (Relationship Tips)। আসলে আমরা সবাই কিন্তু একে অপরের বিশ্বাস অর্জন করতে বছরের পর বছর ব্যয় করি। কিন্তু সামান্য একটি ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং ধীরে ধীরে সেই সম্পর্ক ভেঙে যায়। তাই সম্পর্ক যাতে সুন্দর থাকে, তার জন্য কয়েকটি বিষয় মাথায় রেখে চলতে হবে। আসুন জেনে নিই, সেই বিষয়গুলো কী কী (Relationship Tips)।
একটা ছোট্ট ভুল বোঝাবুঝিতেই সব শেষ! সম্পর্ক মজবুত করতে এগুলি গুরুত্ব দিন...
একটা ছোট্ট ভুল বোঝাবুঝিতেই সব শেষ! সম্পর্ক মজবুত করতে এগুলি গুরুত্ব দিন...
advertisement

দোষারোপ করা থেকে বিরত থাকা:

ছোট ছোট ব্যাপারে উল্টো দিকের মানুষটিকে দোষারোপ করার অভ্যেস কিন্তু আমাদের প্রিয়জনের সঙ্গে দূরত্ব বাড়ায়। তাই কঠোর মন্তব্য করার পরিবর্তে আমরা কী চাইছি, তা স্পষ্ট ভাষায় বোঝানো যেতে পারে। এ ক্ষেত্রে নিজের ভুল স্বীকার করার সৎ সাহসও থাকা প্রয়োজন।

আত্মকেন্দ্রিক না-হওয়া:

advertisement

যে কোনও সম্পর্কের ক্ষেত্রেই, শুধু নিজের প্রয়োজন বা অপ্রয়োজন নিয়ে ব্যস্ত থাকব এমনটা হয় না। এতে সম্পর্কে বিরক্তি ও দূরত্ব সৃষ্টির সম্ভাবনাই বেশি।

দুর্বলতায় আঘাত না করা:

এমন কোনও ব্যক্তি নেই, যার অতীত বা অন্য কোনও বিশেষ দিকে দুর্বলতা নেই। সেই দূর্বলতা আমাদের প্রিয়জনেরা কী ভাবে লুকিয়ে রাখবেন, তা তাদের উপর ছেড়ে দেওয়াই ভালো। বারবার সঙ্গীর দুর্বল দিক নিয়ে তামাশা করা, অন্যদের সামনে নিজের প্রিয়জনকে অপদস্থ করা-- এ সব আসলে তাদেরকে আমাদের থেকে দূরেই নিয়ে যাবে।

advertisement

'আমি কাউকে কেয়ার করি না' মনোভাব না রাখা:

'আমি পাত্তা দিই না' বা 'যাই হোক না-কেন' এই ধরনের মনোভাব কিন্তু আমাদের কাছের মানুষকে মূল্যহীন বোধ করায়। তাই এই সব মন্তব্য না-করাই সম্পর্কের জন্য ভালো। বারবার কাছের মানুষের গুরুত্বপূর্ণ ব্যাপারকে হেয় করা বা ভুলে যাওয়ার মতো মানসিকতা দেখালে ধীরে ধীরে কিন্তু তাঁরাও আগ্রহ হারাতে শুরু করবেন।

advertisement

পছন্দের মানুষের জন্য কিছু করা অবশ্যই ভালো কথা, তবে তা যেন মাত্রাতিরিক্ত না-হয়। এ ছাড়া সর্বক্ষণের সঙ্গী হলেও উল্টো দিকের মানুষটির স্বাধীন জীবন রয়েছে। সে জীবনে হস্তক্ষেপ করার অধিকার কিন্তু আমাদের নেই। এই সহজ বিষয়টি যত দ্রুত আমরা বুঝতে পারব, ততই আমাদের সম্পর্ক মজবুত হয়ে উঠবে।

আরও পড়ুন: হার্টের জন্য বিট! শীতের এই সব্জির জুস কিন্তু দারুণ উপকারী...

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Relationship Tips: একটা ছোট্ট ভুল বোঝাবুঝিতেই সব শেষ! সম্পর্ক মজবুত করতে এগুলি গুরুত্ব দিন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল