TRENDING:

Physical Relation: বিয়ের কয়েক বছরেই দাম্পত্য থেকে চলে গিয়েছে শারীরিক সম্পর্ক? সমাধান কিন্তু কঠিন নয়

Last Updated:

অনেক ক্ষেত্রেই দাম্পত্যের কয়েক বছরেই সম্পর্ক থেকে অস্তমিত হয় শরীরী সম্পর্ক (physical relationship)৷ কেন বিদায় নেয় যৌনতা? রয়েছে বিভিন্ন কারণ (married life sans sex)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভারতীয় সমাজে সেক্স বা যৌনতা এখনও ট্যাবু৷ আলোচনা করা হয় গোপনীয়তার মোড়কেই৷ কিন্তু যতই নিষিদ্ধ হোক, দাম্পত্যে সেক্সের গুরুত্ব অনস্বীকার্য৷ সম্পর্কের বাঁধন ধরে রাখার জন্য শরীরী সম্পর্কের গুরুত্বকে অবহেলা করা যায় না৷ কিন্তু অনেক ক্ষেত্রেই দাম্পত্যের কয়েক বছরেই সম্পর্ক থেকে অস্তমিত হয় শরীরী সম্পর্ক (physical relationship)৷ কেন বিদায় নেয় যৌনতা? রয়েছে বিভিন্ন কারণ (married life sans sex)৷
আরও একটা বড় কারণ হল, যৌন চাহিদা। স্বামীর থেকে যৌন চাহিদা তৃপ্ত না হলেই, অন্য পুরুষের প্রতি আগ্রহী হয়ে পড়ার সম্ভাবনা থাকে।
আরও একটা বড় কারণ হল, যৌন চাহিদা। স্বামীর থেকে যৌন চাহিদা তৃপ্ত না হলেই, অন্য পুরুষের প্রতি আগ্রহী হয়ে পড়ার সম্ভাবনা থাকে।
advertisement

# কাজের জায়গার স্ট্রেস এবং চরম ব্যস্ত সূচিতে বিঘ্নিত হয় জীবনের ব্যক্তিগত পরিসর৷ অফিস থেকে ফিরে অনেক সময়েই শরীরী সম্পর্ক স্থাপনের সব ইচ্ছে চলে যায়৷ স্ট্রেস যত বাড়ে, ততই শিথিল হয় সম্পর্ক৷

#  খাতায় কলমে ‘বডি পজিটিভিটি’-র যুগ হলেও এখনও অধিকাংশ মানুষই বডি শেমিংয়ের শিকার৷ নিজের শরীর নিয়ে অনিশ্চয়বোধ থেকে মন গ্রাস করে লজ্জা ও ভয়৷ তার প্রভাব পড়ে যৌন সম্পর্কেও৷ অনেক সময়েই হয়, একজন সঙ্গীর তুলনায় আর এক জন বেশি বুড়িয়ে পড়েছে৷ অথবা একজন হয়তো শারীরিক দিক থেকে বেশি সক্ষম৷ এই পরিস্থিতির ফলে যৌন সম্পর্ক ব্যাহত হয়৷

advertisement

#  সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্কে এসে যায় একঘেয়েমি৷ সেক্ষেত্রে শরীরী সম্পর্কস্থাপনের ভঙ্গিতে পরিবর্তন আনা প্রয়োজন৷ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ফোর প্লে-ও৷ কারণ ‘বোরিং সেক্স’ থেকেই আসে ‘নো সেক্স’ পরিস্থিতি৷

#  মানসিক এবং আবেগতাড়িত সুসম্পর্কও প্রয়োজনীয়৷ সঙ্গীর সঙ্গে অতিরিক্ত অশান্তি ডেকে আনে মানসিক দূরত্ব৷ ফলে যৌনজীবন ব্যাহত হতে বাধ্য৷ সম্পর্কে শৈত্য চলে এলে সঙ্গীর সঙ্গে শারীরিকভাবে ঘনিষ্ঠ হওয়া কঠিন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

#  স্বাস্থ্যে পরিচ্ছন্নতা না থাকলেও যৌনজীবন বিঘ্নিত হতে পারে৷ যদি আপনার সঙ্গী দীর্ঘ দিন স্নান না করেন, দাঁত না মাজেন বা এর পাশাপাশি তাঁর কোনও স্বভাবের জন্য যদি আপনার গা ঘিনঘিন করতে থাকে, তাহলে তার প্রভাব পড়বে যৌনসম্পর্কে৷

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Physical Relation: বিয়ের কয়েক বছরেই দাম্পত্য থেকে চলে গিয়েছে শারীরিক সম্পর্ক? সমাধান কিন্তু কঠিন নয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল