সঞ্জয় বসাকের সৃজনশীল উদ্যোগ ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। চারদিক থেকে আসছে অর্ডার। পরিস্থিতি এমন যে, তাঁর নেতৃত্বে থাকা প্রায় ৪০ জন তাঁতি দিন-রাত এক করে কাজ করেও চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। শাড়ির দাম ২৩০০ টাকা।
ফুলিয়ার তাঁতশিল্প বহু প্রাচীন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। তবে এবার টাঙ্গাইল শাড়িতে ব্যতিক্রমী নকশা। একদিকে জগন্নাথ মন্দিরের আধ্যাত্মিক ছোঁয়া, অন্যদিকে নৃত্যের জীবন্ত কারুকার্য—এই দুইয়ের সমন্বয় শাড়িটিকে করেছে আরও আকর্ষণীয়।
advertisement
প্রচুর অর্ডারের চাপে হিমশিম খেলেও, সঞ্জয় বসাক আশাবাদী, এই উদ্যোগ আগামিদিনে ফুলিয়ার তাঁতশিল্পকে নতুন মাত্রা দেবে। ইতিমধ্যেই বাংলা ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে গিয়েছে এই অভিনব শাড়ি। ফলে দুর্গাপুজোর মরশুমে আধুনিকতা ও ঐতিহ্যের মিশেলে তৈরি এই টাঙ্গাইল শাড়িই হতে চলেছে উৎসবের বড় আকর্ষণ।





