# চুলের স্বাভাবিক রং ধরে রাখতে আমলকি বা আমলা প্রাকৃতিক অ্যাস্ট্রিনজেন্ট ৷ আমলকির বীজ বার করে সেটি থেঁতো করে চটকে নিন ৷ তার পর ভাল করে সেই মিশ্রণ চুলের গোড়ায় লাগান ৷
# দু ভাগ তেলের নারকেল তেলের সঙ্গে এক ভাগ লেবুর রস মেশান ৷ তার পর ভাল করে সেই মিশ্রণ স্ক্যাল্প ও চুলে মালিশ করুন ৷
advertisement
# এক চামচ নারকেল তেলে বেশ কিছু করিপাতা দিয়ে ভাল করে ফুটিয়ে নিন ৷ যত ক্ষণ না পাতাগুলো পুড়ে কালো হয়ে যায়, তত ক্ষণ ফুটিয়ে নিন ৷ এর পর মিশ্রণ ছেঁকে নিয়ে চুলে মালিশ করুন স্নানের আধঘণ্টা আগে ৷ তার পর ভাল করে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন ৷ সপ্তাহে অন্তত দু বার এটা করুন ৷
# স্নানের এক ঘণ্টা আগে পেঁয়াজের পেস্ট স্ক্যাল্পে লাগিয়ে মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন ৷
# অকালপক্কতা ও চুলের অন্যান্য সমস্যায় ভারতীয় সংস্কৃতিতে শিকাকাইয়ের ব্যবহার অনেক দিনের ৷ লোহার পাত্রে রাতভর ভিজিয়ে রাখুন শিকাকাই ৷ সকালে সেই জল ফুটিয়ে ছেঁকে নিন ৷ তার পর সেই মিশ্রণ দিয়ে ভাল করে চুল ধুয়ে ফেলুন ৷