মেষ রাশি- এই রাশির জাতকদের পুণ্যতিথিতে দান করতে হবে ছাতা৷
বৃষ রাশি- শনিবারের পুণ্যতিথিতে এই রাশির জাতক জাতিকারা দান করুন কালো রঙের পোশাক৷
মিথুন রাশি- সর্ষের তেল দান করুন এই রাশির জাতকরা৷
কর্কট রাশি- দরিদ্রদের দান করুন পোশাক৷ তাহলেই এই রাশির জাতক জাতিকাদের কোনও কষ্ট থাকবে না৷
advertisement
সিংহ রাশি- পোশাক ও খাবার দান করুন এই রাশির মানুষ৷
কন্যা রাশি- কম্বল ও কালো রঙের পোশাক দান করতে হবে এই রাশির জাতক জাতিকাদের৷
তুলা রাশি- দরিদ্রদের হাতে তুলে দিন অন্ন৷ তাহলে দেবতাদের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না৷
বৃশ্চিক রাশি- এই রাশির জাতক জাতিকাদের দান করতে হবে লোহার বাসন বা কালো পোশাক৷
ধনু রাশি- যাঁরা এই রাশিতে জন্মগ্রহণ করেছএন, তাঁরা দান করুন কালো ছাতা বা জুতো৷
মকর রাশি- কালো ডাল, কালো তিল বা কালো পোশাক দান করুন দরিদ্রদের৷ এই রাশির জাতক জাতিকাদের কোনও কষ্ট থাকবে না৷
কুম্ভ রাশি- এই রাশির জাতক জাতিকারা দানাশস্য এবং কালো তিল দান করুন দরিদ্রদের৷ উপাসনা করুন শনিদেবের৷
মীন রাশি- সাদা পোশাক ও সাদা ফুল দান করতে হবে এই রাশির জাতক জাতিকাদের৷