বিগত বেশকয়েকমাস ধরেই বিশ্বের একাধিক কোম্পানি বিশেষ ধরনের কিছু রোবট তৈরি করেছে। এই রোবটগুলোকে তারা যৌন কর্মীদের বিকল্প হিসেবে ঘোষণা করেছে। নতুন প্রযুক্তিতে তৈরি সেক্স রোবটগুলো একেবারেই মানুষের মতো। দিনদিন এইসমস্ত সেক্সরোবটদের প্রতি মানুষের আগ্রহও বাড়ছে। কাজেই, যৌন কর্মী থেকে পর্নতারকা... সবার ভয়ের কেন্দ্রে সেক্স রোবট!
রোবটের সঙ্গে সম্পর্ক, প্রেম, এমনকী যৌন সম্পর্ক স্থাপন করতে পারবে মানুষ...বাস্তবে তাহলে এমনটাই হতে চলেছে... ইতিমধ্যেই হলিউডের দুটি সিনেমা ‘হার (Her)’ এবং ‘এক্স মেশিনা’-য় দেখা গিয়েছে মানুষ ও রোবটের প্রেমকাহিনি। যৌন সম্পর্কেও জড়িয়েছে তারা। গ্রিক রূপকথায়ও আছে এমন কল্প কাহিনী। সাইপ্রাস দ্বীপের ভাস্কর পিগম্যালিয়ন তার নিজের তৈরি করা একটি মূর্তির প্রেমে পড়ে যায়।
advertisement
তবে এবার আর সিনেমার চিত্রনাট্য বা সাহিত্যের পাতা নয়... বাস্তবেই মিলছে সেক্স রোবোট। এককথায়, যৌনতা এবং প্রযুক্তির ক্ষেত্রে নতুন একটি বিপ্লবের দ্বারপ্রান্তে আমরা।