আয়ুর্বেদ বিশেষজ্ঞ চিকিৎসক রেখা ভরদ্বাজ সোশ্যাল মিডিয়ায় ঘিয়ের উপকারিতা সম্পর্কে একটি পোস্ট করেছেন। তিনি বলেছেন, নিয়মিত ঘি খেলে বার্ধক্য রোধ হয়। এর পাশাপাশি ঘি চোখের স্বাস্থ্যের জন্যেও অত্যন্ত উপকারী। ঘি খেলে স্মৃতিশক্তি বাড়ে এবং হজম ক্ষমতাও বাড়ে।
আরও পড়ুন: চা-প্রেমী মানুষদের জন্য খুশির খবর, এক কাপ চা খেলেই বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা, জানুন
advertisement
ত্বকের জন্যও ঘি চমৎকার। এত উপকারিতা থাকা সত্ত্বেও ঘি এর কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে বলে জানিয়েছেন ডক্টর রেখা ভরদ্বাজ । তাই কিছু পরিস্থিতিতে ঘি না খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। তাই এই পোস্টে ঘিয়ের কিছু অপকারিতা সম্পর্কেও লিখেছেন চিকিৎসক রেখা ভরদ্বাজ।
পেটের সমস্যা- পেটের সমস্যা থাকলে ঘি খাওয়া একদমই উচিৎ নয়।
জ্বর থাকলে- জ্বর থাকলে একদমই ঘি খাওয়া উচিৎ নয়। জ্বরের সময় ঘি খেলে সমস্যা হতে পারে।
আরও পড়ুন: রাত্রে দীর্ঘক্ষণ জেগে কাজ করেন? ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে, জানুন
গর্ভাবস্থায়- গর্ভাবস্থায় ঘি খেতে অনেকেই বারন করেন। কারণ ঘি খেলে ওজন বেড়ে যেতে পারে।
লিভার সংক্রান্ত রোগে- আপনি যদি লিভার সিরোসিস, স্প্লেনোমেগালি, হেপাটোমেগালি, হেপাটাইটিস ইত্যাদি লিভার সংক্রান্ত রোগে ভুগলে ঘি খাওয়া একেবারেই চলবে না।
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)