TRENDING:

এক সপ্তাহে উপকার; জয়েন্টে জমে থাকা ইউরিক অ্যাসিড দূর হবে, পালাবে বাতের ব্যথা, পাতে শুধু এই শাক রাখুন

Last Updated:

Patua saag Benefits: শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে এই শাক ম্যাজিকের মতো কাজ করে। বিপাক ক্ষমতা বাড়ায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Patua saag Benefits: সবুজ শাকসবজির উপকারিতা অনেক। শরীরে আয়রনের ঘাটতি তো দূর করেই, মারাত্মক রোগ থেকেও বাঁচায়। এমনই এক ধরনের শাক হল ‘পাটুয়া শাক’। বাংলায় বলে পাতাশাক। অবশ্য অনেকে একে ‘পট্টশাক’ বা পাটের পাতাও বলেন।
এক সপ্তাহে উপকার; জয়েন্টে জমে থাকা ইউরিক অ্যাসিড দূর হবে, পালাবে বাতের ব্যথা, পাতে শুধু এই শাক রাখুন
এক সপ্তাহে উপকার; জয়েন্টে জমে থাকা ইউরিক অ্যাসিড দূর হবে, পালাবে বাতের ব্যথা, পাতে শুধু এই শাক রাখুন
advertisement

শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে পাট শাক ম্যাজিকের মতো কাজ করে। বিপাক ক্ষমতা বাড়ায়। পিউরিন হজম করতেও কার্যকর। উল্লেখ্য, ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে জয়েন্টে ব্যথা, ফোলা বা প্রদাহের মতো সমস্যা দেখা দেয়।

পাট শাকে পুষ্টি উপাদান: হেলথলাইন অনুসারে, এই শাক পুষ্টিগুণ সমৃদ্ধ। এতে ক্যালসিয়াম, ভিটামিন এ, সি ইত্যাদির মতো অনেক রোগ প্রতিরোধক এবং হাড়ের সহায়ক পুষ্টি উপাদান রয়েছে। এছাড়া ফাইবার, প্রোটিন, আয়রন, পটাসিয়াম, ফোলেট, ম্যাগনেসিয়াম রয়েছে। এটা স্যুপ করে, হালকা ভেজে, তরকারির সঙ্গে কিংবা স্মুদি বা স্যালাড হিসেবে খাওয়া যায়।

advertisement

আরও পড়ুন– রাশিফল ৪ মার্চ – ১০ মার্চ; দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

ইউরিক অ্যাসিড বাড়লে: গরমকালে পাটুয়া শাক সবচেয়ে উপকারী। ইউরিক অ্যাসিডের মহাষৌধ। প্রতিদিনের ডায়েটে রাখলে জয়েন্টের ব্যথা থেকে মুক্তি মিলবে। শরীরে ইউরিক অ্যাসিড বাড়লে ব্যথা, ফোলা, বাত এমনকী, কিডনিতে পাথর পর্যন্ত হতে পারে।

advertisement

শাকের উপকারিতা: হেলথলাইন ডটকমে প্রকাশিত খবর অনুযায়ী, পাটুয়া শাক প্রদাহ থেকে রক্ষা করে। এতে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপিন, যা কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে বাঁচায়। লিভারে প্রদাহ-বিরোধী প্রভাব ফেলতে এর জুড়ি নেই।

রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায়। এটি ভিটামিন সি সমৃদ্ধ, যা একটি অ্যান্টিঅক্সিডেন্ট। কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে। অক্সিডেটিভ ক্ষতি অনেক গুরুতর রোগের কারণ হতে পারে।

advertisement

আরও পড়ুন- ঈশ্বরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করার সময় প্রসাদে এই জিনিস রাখছেন? ভুলেও এই কাজ করবেন না; সাবধান করছেন জ্যোতিষাচার্য

ইউরিক অ্যাসিড প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করা যায়। এক্ষেত্রে সবুজ শাকসবজি সবচেয়ে উপকারী। যাঁরা উচ্চ ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন তাঁদেরও গরমকালে প্রচুর পরিমাণে শাকসবজি খাওয়া উচিত। এক্ষেত্রে পাতে পাটুয়া শাকও রাখতে হবে। বাংলা, বিহার এবং পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে পাটুয়া শাকের চাষ হয়। পেটের সমস্যাতেও এটা সমান কার্যকরী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এই সবজিটি মেটাবলিজম বাড়ায়, যা প্রোটিন হজমে সাহায্য করে। এটি শরীরের পিউরিন ভেঙে ফেলতেও কার্যকর।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
এক সপ্তাহে উপকার; জয়েন্টে জমে থাকা ইউরিক অ্যাসিড দূর হবে, পালাবে বাতের ব্যথা, পাতে শুধু এই শাক রাখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল