TRENDING:

Benefits of Papaya Leaves: বাড়িতে পেঁপেগাছ আছে? এর পাতায় দূর হবে পেটের সব রোগ! জানুন পুষ্টিবিদের মত

Last Updated:

Benefits of Papaya Leaves: বাড়িতে পেঁপেগাছ থাকলে অনেক উপায়ে কাজে লাগানো যায় এর পাতাকে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সব্জি হিসেবে পেঁপের মতো এই গাছের পাতাও খুব উপকারী। এর একাধিক উপকারিতার কথা আমরা জানিই না। বাড়িতে পেঁপেগাছ থাকলে অনেক উপায়ে কাজে লাগানো যায় এর পাতাকে। ওষধি হিসেবে পেঁপে পাতার গুণাগুণের কথা তুলে ধরেছেন পুষ্টিবিদ বিধি চাওলা।
সব্জি হিসেবে পেঁপের মতো এই গাছের পাতাও খুব উপকারী
সব্জি হিসেবে পেঁপের মতো এই গাছের পাতাও খুব উপকারী
advertisement

পেঁপেগাছের পাতায় প্রচুর পরিমাণে প্যাপাইন এবং কাইমোপ্যাপাইন উ‍ৎসেচক আছে৷ পরিপাক ক্রিয়া উন্নত করতে অত্যন্ত উপযোগী এই দুই উৎসেচক৷ প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাটের মতো উপাদানকে ভাঙতে সাহায্য করে এই দুই উৎসেচক৷ পুষ্টিবিদ বিধির মতে পেঁপেপাতার উৎসেচক হজম সংক্রান্ত গ্যাস, অম্বল, পেটফাঁপার মতো সমস্যা নিয়ন্ত্রণ করে৷ পরিপাক সংক্রান্ত অস্বস্তি দূর করে৷

পেঁপেপাতায় আছে ফাইটোকেমিক্যাল৷ ফ্ল্যাভোনয়েড, অ্যালকালয়েডের প্রভাবে শরীর থেকে টক্সিনজাতীয় জিনিস দূর করে অ্যান্টিঅক্সিড্যান্টের গুণে ডিটক্সিফিকেশন প্রক্রিয়া দ্রুত ঘটে৷ এর জেরে সার্বিকভাবে রোগ প্রতিরোধ শক্তি বাড়ে৷ ডায়েটরি ফাইবার প্রচুর পরিমাণে থাকায় পেঁপে পাতার গুণে দূর হয় কোষ্ঠকাঠিন্য৷ পেটের স্বাস্থ্য ভাল রেখে মসৃণ হয় পরিপাক৷ অ্যান্টি ইনফ্লেম্যাটরি উপাদান থাকার ফলে পেটের আলসার, ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের মতো সমস্যা নিয়ন্ত্রিত হয় পেঁপেপাতার রসে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

তবে একটা ধারণা প্রচলিত যে পেঁপেপাতার গুণে ডেঙ্গির মতো অসুখে শরীরে প্লেটলেটের সংখ্যা বাড়ে৷ এই ধারণার কিন্তু কোনও প্রামাণ্য তথ্য নেই৷ বলছেন পুষ্টিবিদ এবং চিকিৎসকরা৷ তাছাড়া ডায়েটে পেঁপেপাতার রস যোগ করতে চাইলে অবশ্যই চিকিৎসকের মত নিতে হবে৷ কারণ অন্যান্য খাবারের মতো এরও পার্শ্বপ্রতিক্রিয়া আছে৷ তাই পরিমিত পরিমাণে গ্রহণ করাই বাঞ্ছনীয়৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Benefits of Papaya Leaves: বাড়িতে পেঁপেগাছ আছে? এর পাতায় দূর হবে পেটের সব রোগ! জানুন পুষ্টিবিদের মত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল