৪৫ বছর বয়সি ওই শিল্পী ভর্তি ছিলেন দিল্লির শ্রী গঙ্গারাম হাসপাতালে। ২০২০ সালে ট্রেন দুর্ঘটনায় দু’ হাত হারিয়েছিলেন তিনি। প্রতিস্থাপনের অস্ত্রোপচারের পর যেন ফিরে পেলেন নতুন জীবন। কিন্তু অভাবনীয় ঘটনাও ঘটে। চিরজীবনের জন্য শিল্পী কৃতজ্ঞ থাকলেন মীনা মেহতার কাছেও। দক্ষিণ দিল্লির নামী স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রধান ছিলেন মীনা। তাঁর ব্রেন ডেথের পর মৃতার ইচ্ছে অনুযায়ী তাঁর অঙ্গদান করা হয়। তাঁর দুই হাতই প্রতিস্থাপিত হয় শিল্পীর দেহে। এর পাশাপাশি, মীনার কিডনি, লিভার এবং কর্নিয়া প্রতিস্থাপিত হয়েছে আরও তিনজনের দেহে।
advertisement
আরও পড়ুন : সাদার থেকে কালো রসুন কি বেশি উপকারী? নাকি ‘পচে যাওয়া’ এই সবজি চরম ক্ষতিকর? জানুন
প্রতিস্থাপনের মতো জটিল অস্ত্রোপচার সম্ভব হত না দিল্লির ডাক্তারদের দক্ষতা ছাড়া। প্রতিস্থাপনের পর ১২ ঘণ্টা সময় লেগেছে দাতার অঙ্গ ও গ্রহীতার শরীরের শিরা, ধমনী, পেশি এবং তন্তুর মধ্যে সংযুক্তিসাধনের প্রক্রিয়া সম্পন্ন হতে। অস্ত্রোপচারের পর নতুন হাত-সহ শিল্পীর ছবি পোস্ট করেছেন ডাক্তাররা। তাঁদের কৃতিত্বকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।