এই অপরিসীম সৌন্দর্যে অধিকারী এই গ্রামটিতে প্রকৃতি যেন তার সবটুকু উজাড় করে দিয়েছে। একদিকে তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য। তার সঙ্গে প্রকৃতির অপরিসীম সৌন্দর্য। পাহাড়, জঙ্গল, তার সঙ্গে পাইন, দেবদারু গাছের সমাহার। অসাধারণ লাগবে। পাহাড়ের বাঁকে বাঁকে চলে গিয়েছে রাস্তা। সেখানে ভিলেজ ওয়াকে যেতে পারেন। অসাধারণ কাটবে দুপুরটা।সন্ধে থেকে হোমস্টের ব্যালকনিতে শিরশিরে শরতের বাতাস গায়ে মেখে দেখতে পাবেন রাতের পাহাড়ের অপরিসীম সৌন্দর্য। অসাধারণ লাগবে সেই সৌন্দর্য। মনে হবে এক রাশ হিরে কেউ ছড়িয়ে দিয়েছে সেখানে। অসাধারণ সৌন্দর্য উপভোগ করা যায় সেখানে। মন ভাল হয়ে যাবে।
advertisement
আরও পড়ুন : চিনি ছেড়েও কমছে না ব্লাড সুগার? ‘এটা’ তো আপনাকে ছাড়েনি! চিনে রাখুন ডায়াবেটিসের ‘ভিলেন’কে
কাজেই আর দেরি না করে সেখান থেকে ঘুরে আসুন। হোমস্টে রয়েছে। আগে থেকে বুকিং করে এলে ভাল।শিলিগুড়ি থেকে এই গ্ৰামের দূরত্ব প্রায় ১০২ কিলোমিটার মতো। কাজেই শিলিগুড়ি থেকে এই জায়গায় আসতে কিছুটা সময় লাগবে। আবার শিলিগুড়ি থেকে সোজা দার্জিলিং কোনও শেয়ার গাড়িতে এসে সেখান থেকে পৌঁছে যান ডেস্টিনেশনে। ঘরের কাছের এই স্বর্গ থেকে ঘুরে আসুন।