TRENDING:

North 24 Parganas News: বদলাচ্ছে সকলের প্রিয় বর্তির বিলের চেহারা! ওয়াচ টাওয়ার থেকেই দেখা যাবে পরিযায়ী পাখিদের, জানুন বিশদে

Last Updated:

North 24 Parganas News: বর্তি বা বরতির বিল আমডাঙার বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পর্যটন কেন্দ্র। নতুন ওয়াচ টাওয়ার, নিরাপত্তা ও পরিবেশবান্ধব প্রকল্পে বিলের সৌন্দর্য ও জীববৈচিত্র্য ফিরছে।

advertisement
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বর্তি বা বরতির বিল ইদানীং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। জেলার আমডাঙার বেড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্যতম পর্যটন কেন্দ্র বর্তির বিল। সেই বিলের আকর্ষণ আরও বাড়াতে আমডাঙা পঞ্চায়েত সমিতির উদ্যোগে সম্প্রতি উদ্বোধন হল একটি সু-উচ্চ ওয়াচ টাওয়ারের। স্থানীয় প্রশাসনের দাবি, এই টাওয়ার চালু হওয়ার ফলে পর্যটকরা বিল ও আশপাশের প্রাকৃতিক পরিবেশকে আরও কাছ থেকে উপভোগ করতে পারবেন। প্রতি বছর শীত বা বর্ষায় বর্তির বিল সরগরম হয়ে ওঠে পর্যটকের ভিড়ে। প্রি-ওয়েডিং ফটোশুট থেকে শুরু করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ- সবেতেই এই বিল তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয়। পড়ন্ত বিকেলে সূর্যালোকের লাল আভায় বিলের অপরূপ সৌন্দর্য মন টানে দর্শনার্থীদের। কিন্তু বিগত কয়েক বছরে দূষণের কারণে নষ্ট হচ্ছিল বিলের পরিবেশ।
advertisement

শীতে টকদই কিছুতেই বসছে না? বিশেষজ্ঞদের থেকে সহজ এই উপায় শিখুন, শীতেও চাক বাঁধবে থকথকে দই!

আজ ৫ লক্ষ টাকার সোনা কিনলে ২০৩০ সালে তার দাম কত হবে? বিনিয়োগের আগে জেনে নিন

হারিয়ে যেতে বসেছিল পরিযায়ী পাখি, কমে গিয়েছিল জলজ প্রাণীর সংখ্যা। প্লাস্টিক বর্জ্য ও অবৈধ কর্মকাণ্ডের জেরে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। এই অবস্থায় ব্লক প্রশাসন ও পর্যটন দফতর বর্তির বিলকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেয়। পরিবেশবান্ধব নয়া পরিকল্পনা তৈরি করা হয়, বিশেষজ্ঞ সংস্থার মতামত নেওয়া হয়। ৫০ কোটি টাকার মতো বাজেট ধরে শুরু হয়েছে সৌন্দর্যায়ন ও উন্নয়ন প্রকল্পের কাজ। সেই উদ্যোগের অংশ হিসেবেই চালু হল ওয়াচ টাওয়ার। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার জন্য আমডাঙা থানার তরফে একটি আউট পোস্টও তৈরি করা হয়েছে, যা খুব শীঘ্রই চালু হবে।বর্তির বিলে গেলেই এখন চোখে পড়ে রঙিন নৌকো, অপরূপ সবুজাভ পরিবেশ, আর বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আনাগোনা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অতীতের নোয়াই নদী বর্তমানে নোয়াই খালে পরিণত হলেও তারই অংশ হিসেবে কয়েকশো বিঘা জমিজুড়ে রয়েছে বর্তির বিল। এখানে শতাধিক পরিযায়ী পাখি, পঞ্চাশেরও বেশি জলজ প্রাণী, কিছু স্তন্যপায়ী ও সরীসৃপের অস্তিত্ব পাওয়া যায়। বিডিও নবকুমার দাস জানান, সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পাখি ও জলজ প্রাণীদের বাঁচাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাতে তাদের কোনওরকম অসুবিধা না হয়, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে ধীরে ধীরে বদলে যাচ্ছে বর্তির বিলের চেহারা। এবং খুব শীঘ্রই এটি জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠবে বলেই আশাবাদী সব মহল।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
North 24 Parganas News: বদলাচ্ছে সকলের প্রিয় বর্তির বিলের চেহারা! ওয়াচ টাওয়ার থেকেই দেখা যাবে পরিযায়ী পাখিদের, জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল