শীতে টকদই কিছুতেই বসছে না? বিশেষজ্ঞদের থেকে সহজ এই উপায় শিখুন, শীতেও চাক বাঁধবে থকথকে দই!
আজ ৫ লক্ষ টাকার সোনা কিনলে ২০৩০ সালে তার দাম কত হবে? বিনিয়োগের আগে জেনে নিন
হারিয়ে যেতে বসেছিল পরিযায়ী পাখি, কমে গিয়েছিল জলজ প্রাণীর সংখ্যা। প্লাস্টিক বর্জ্য ও অবৈধ কর্মকাণ্ডের জেরে পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। এই অবস্থায় ব্লক প্রশাসন ও পর্যটন দফতর বর্তির বিলকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ নেয়। পরিবেশবান্ধব নয়া পরিকল্পনা তৈরি করা হয়, বিশেষজ্ঞ সংস্থার মতামত নেওয়া হয়। ৫০ কোটি টাকার মতো বাজেট ধরে শুরু হয়েছে সৌন্দর্যায়ন ও উন্নয়ন প্রকল্পের কাজ। সেই উদ্যোগের অংশ হিসেবেই চালু হল ওয়াচ টাওয়ার। পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার জন্য আমডাঙা থানার তরফে একটি আউট পোস্টও তৈরি করা হয়েছে, যা খুব শীঘ্রই চালু হবে।বর্তির বিলে গেলেই এখন চোখে পড়ে রঙিন নৌকো, অপরূপ সবুজাভ পরিবেশ, আর বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আনাগোনা।
advertisement
ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অতীতের নোয়াই নদী বর্তমানে নোয়াই খালে পরিণত হলেও তারই অংশ হিসেবে কয়েকশো বিঘা জমিজুড়ে রয়েছে বর্তির বিল। এখানে শতাধিক পরিযায়ী পাখি, পঞ্চাশেরও বেশি জলজ প্রাণী, কিছু স্তন্যপায়ী ও সরীসৃপের অস্তিত্ব পাওয়া যায়। বিডিও নবকুমার দাস জানান, সংস্কারের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পাখি ও জলজ প্রাণীদের বাঁচাতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাতে তাদের কোনওরকম অসুবিধা না হয়, সেদিকেও কড়া নজর রাখা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে ধীরে ধীরে বদলে যাচ্ছে বর্তির বিলের চেহারা। এবং খুব শীঘ্রই এটি জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠবে বলেই আশাবাদী সব মহল।