বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, নাইজেরিয়ার টেম্বু এবেরে এক সপ্তাহ লাগাতার কেঁদে যাওয়ার চেষ্টা করেন৷ কারণ তিনি অশ্রুবর্ষণের ক্ষেত্রে রেকর্ড করতে চেয়েছিলেন৷ ফলস্বরূপ মাথাযন্ত্রণা, চোখমুখ ফুলে ওঠার মতো উপসর্গ দেখা দেয়৷ এখানেই শেষ নয়৷ তিনি প্রায় ৪৫ মিনিটের জন্য দৃষ্টিশক্তিও হারান৷
টেন্বু একাই নন৷ পরিসংখ্যান বলছে, নাইজেরিয়ার বহু মানুষ বছরভর চেষ্টা করেন রেকর্ডভাঙা নানা ধরনের কীর্তির নজির রাখতে৷ সম্প্রতি আরও এক নাইজেরিয়ান রন্ধনশিল্পী অভিনব কাজের নজির রেখেছেন৷ তিনি ১০০ ঘণ্টা ধরে রান্না করে যান৷ কারণ তাঁর ইচ্ছে ছিল নাইজেরিয়ান খাবারকে বিশ্বমঞ্চে তুলে ধরা৷ সেলেব্রিটি, এমনকি দেশের ভাইস প্রেসিডেন্টও তাঁকে উৎসাহিত করেন৷
advertisement
২৬ বছর বয়সি এই শ্যেফ টানা ৯৩ ঘণ্টা ১১ মিনিট ধরে রান্না করে গিয়েছিলেন৷ তাঁর কীর্তিতে ভেঙে যায় ২০১৯ সালে ভারতে তৈরি পুরনো রেকর্ড৷