TRENDING:

Natural Relief from Pain: আবাক কাণ্ড! পোকার কামড়ই নিমেষে কমবে মাথাব্যথা, দেশের বহু জায়গায় শুরু চিকিৎসাও

Last Updated:

বুন্দেলখণ্ডের সাগর ও দামোহ, সাগর জেলার হাটা, বাটিয়াগড়, পাথারিয়া এবং গাধাকোটার গ্রামীণ এলাকার অনেক জায়গায় এই পদ্ধতিতে চিকিৎসা করা হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ মধ্যপ্রদেশের দামোহ জেলার গ্রামীণ এলাকায় সম্প্রতি মৌমাছি পালন শুরু হয়েছে। এর প্রথম ঝলক দেখা গেল কুয়াখেদা গ্রামে। প্রতি বছরই এই গ্রামে মৌমাছির সংখ্যা বাড়ছে। তবে জানলে অনেকেই অবাক হয়ে যাবেন যে মধুচাষের জন্য এই মৌমাছি পালন নয়, আসলে অনেকেই প্রাচীনকালের মতো মৌমাছি দ্বারা চিকিৎসা নানা রোগের প্রতিকার হিসেবে গ্রহণ করতে শুরু করেছেন। সাধারণত আমরা এটাই জানি মৌমাছির দংশন এতটাই বিপজ্জনক যে যদি একটি মৌমাছি কোনও ব্যক্তিকে দংশন করে তবে এটি গুরুতর অ্যালার্জি-সহ ব্যথা, অস্বস্তি এমনকী মৃত্যুরও কারণ হতে পারে। তবে অনেকেই হয়তো জেনে অবাক হবেন যে মৌমাছির হুল অনেক রোগের জন্য দারুণ একটি ওষুধও। এটি এপি থেরাপি, বি-থেরাপি এবং বি-ভেনম থেরাপি নামেও পরিচিত।
আবাক কাণ্ড! পোকার কামড়ই নিমেষে কমবে মাথাব্যথা, দেশের বহু জায়গায় শুরু চিকিৎসাও
আবাক কাণ্ড! পোকার কামড়ই নিমেষে কমবে মাথাব্যথা, দেশের বহু জায়গায় শুরু চিকিৎসাও
advertisement

আরও পড়ুনঃ খেতে ভাল না লাগলেও, সজনে ডাটা বহু মারণরোগ থেকে রেহাই দেয়! জানতেন?

চিকিৎসাবিজ্ঞানে এটি বিকল্প চিকিৎসাপদ্ধতি নামে পরিচিত। দেশে ও বিদেশের নানা স্থানে-এর প্রচলন দেখা গিয়েছে। বুন্দেলখণ্ডের সাগর ও দামোহ, সাগর জেলার হাটা, বাটিয়াগড়, পাথারিয়া এবং গাধাকোটার গ্রামীণ এলাকার অনেক জায়গায় এই পদ্ধতিতে চিকিৎসা করা হচ্ছে।

advertisement

তথ্য অনুযায়ী, এই চিকিৎসা ব্যবস্থা প্রায় ৩০০ বছরের পুরনো। এই পদ্ধতিতে মৌমাছির হুলের মাধ্যমে বি-ভেনম সরাসরি শরীরে প্রবেশ করানো হয়। এর পরে নির্গত বিষ বাত রোগের চিকিৎসায় খুবই কার্যকরী ভূমিকা নেয়। এই মৌমাছির হুল হাঁটু ব্যথা, কোমর ব্যথা, মাইগ্রেন, সায়াটিকার মতো বিভিন্ন রোগের প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়।

advertisement

রাজকুমারী সরফ ইটারসি গ্রামের বাসিন্দা, তিনিও এই থেরাপির মাধ্যমে অনেক রোগ থেকে মুক্তি পেয়েছেন। এই থেরাপি অনেক রোগ থেকেই উপশম দেয়। আগে এই গ্রামগুলিতে রাজকুমারীর মতোই এমন অনেক মানুষ ছিলেন যাঁরা হাঁটুর ব্যথার কারণে হাঁটতে পারতেন না। খানিকটা দূরত্বে হাঁটতে হাঁটতে তাঁদের পায়ে অনেক ব্যথা হত, কিন্তু এখন তাঁদের ব্যথার ৯০ শতাংশ পর্যন্ত উপশম হয়ে গিয়েছে। রাজকুমারী জানিয়েছেন, এখন মাঝে মাঝে মনে হয় তিনি ব্যথা পাচ্ছেন, আবার মাঝে মাঝে মনে হয় কোনও ব্যথা নেই, তবে ব্যথা যে আগের তুলনায় কমেছে এতে কোনও সন্দেহ নেই।

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Natural Relief from Pain: আবাক কাণ্ড! পোকার কামড়ই নিমেষে কমবে মাথাব্যথা, দেশের বহু জায়গায় শুরু চিকিৎসাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল