আরও পড়ুন : বাড়িভাড়া মেটাতে না পেরে রাস্তায় পোহা ও আলু বোন্ডা বিক্রি সত্তরোর্ধ্ব দম্পতির, আর্দ্র নেটিজেনদের হৃদয়
নেইল আর্টের (nail art) পর এক মহিলা তাঁর সজ্জিত নখে ছাকনি লাগিয়েছেন৷ তার পর তাতেই ছেঁকে নিচ্ছেন পানীয়৷ এক পেয়ালা চা ছেঁকে নিয়ে তিনি ভিডিও পোস্টও করেছেন৷ এই ভিডিও শেয়ার করেছেন জনপ্রিয় সেই নেইল ব্লগার৷ তিনি তাঁর নেইল আর্ট ডিজাইনের জন্য বিখ্যাত৷ তাঁর এই নখ-ছাকনির ভিডিও ইতিমধ্যেই দেখা হয়েছে ৪ লক্ষ ৭৫ হাজার বার৷ ‘লাইক’ এসেছে ২৭ হাজার৷
advertisement
আরও পড়ুন : ছিলেন মধ্যবিত্ত বাড়ির মেধাবী মেয়ে, বিয়েতে বীণার হাতেই মেহন্দি পরেন বলিউডের নায়িকারা
নখকে ছাকনিতে রূপান্তরের প্রতি ধাপ ভিডিওতে দেখিয়েছেন ওই নেইল ব্লগার৷ তার পর নখ-ছাকনিতে এলাচ বা দারচিনি রেখে তিনি চা ছেঁকে নিয়েছেন৷
এই ভিডিওটা দেখে নেটিজেনরা উচ্ছ্বসিত৷ কেউ কেউ আবার আরও বেশি কল্পনাপ্রবণ৷ বলেছেন এই ব্যবস্থা মন্দ নয়৷ এর মতো একটা কফি ফিল্টার মেশিন থাকলেও বেশ হয়৷