TRENDING:

চুল ভাল রাখতে শ্যাম্পুর আগে প্রতিদিন এই জিনিসটা লাগাতে ভুলবেন না

Last Updated:

সবার পক্ষে নিজের চুলের জন্য এত সময় দেওয়া বা যত্ন নেওয়া সম্ভব নয় ৷ তাদের জন্য কিছু টিপস দিলেন বিখ্যাত হেয়ার এক্সপার্ট জাভেদ হাবিব ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাজারে শ্যাম্পু-কন্ডিশনারের কোনও অভাব নেই ৷ সব সংস্থারই বিজ্ঞাপনে একটা বিষয় খুবই কমন থাকে, যে এই শ্যাম্পু বা কন্ডিশনার লাগালেই চুলের সব সমস্যার সমাধান হবে ৷ চুল হবে ঘন এবং ঝকঝকে ৷ কিন্তু সত্যি কি তাই ? চুল ভাল রাখতে নিজেকে যে আরও বেশি যত্নশীল হতে হয়, তা কারোরই অজানা নয় ৷ এর জন্য অনেকেই মাসে দু’বার অন্তত হেয়ার স্পা-ও করে থাকেন ৷ কিন্তু সবার পক্ষে নিজের চুলের জন্য এত সময় দেওয়া বা যত্ন নেওয়া সম্ভব নয় ৷ তাদের জন্য কিছু টিপস এবার দিলেন বিখ্যাত হেয়ার এক্সপার্ট জাভেদ হাবিব ৷ সাংবাদিক সিদ্ধার্থ সরকারকে জানালেন চুল সুন্দর রাখার কিছু সহজ উপায় ৷
advertisement

• ভারতের আবহাওয়ায় চুলের স্বাস্থ্য এবং কোয়ালিটি বজায় রাখা নিয়ে বেশিরভাগ মানুষই সমস্যায় পড়েন৷ এর থেকে বাঁচার সহজ উপায় কী?

জাভেদ হাবিব: আমি মনে করি, ‘দিজ কান্ট্রি ইজ মিসিং দ্য হেয়ার এডুকেশন’৷ চুলের জন্য শুধুমাত্র বাজারের বিভিন্ন প্রডাক্ট বিভিন্ন সময় কিনতে বেশি আগ্রহী থাকেন এদেশের মানুষ ৷ সহজ উপায়ে যদি চুলের যত্ন নিতে হয়, তাহলে আমি বলব প্রতিদিন শ্যাম্পু করাটা বাধ্যতামূলক ৷ আরও ভাল হয়, যদি রোজ শ্যাম্পু করার দশ মিনিট আগে মাথায় তেল লাগানো যায় ৷ আর সেই তেল হবে অবশ্যই সর্ষের তেল ৷ কারণ ভারতের ক্লাইমেটে সর্ষের তেল চুলের জন্য সবচেয়ে উপকারি ৷

advertisement

আপনি নিশ্চয় আমাকে এখন জিজ্ঞেস করবেন, শ্যাম্পুতে তো কেমিক্যাল রয়েছে ৷ আমি বলব কেমিক্যাল কোন জিনিসে নেই ? সাবান, টুথপেস্ট সবকিছুতেই ৷ তাহলে ওগুলো যদি রোজ আমরা ব্যবহার করতে পারি, তাহলে শ্যাম্পুই বা নয় কেন ৷

• শ্যাম্পুর পর কন্ডিশনার লাগানোটা কী তেলের বিকল্প হতে পারে?

জাভেদ হাবিব: দেখুন কন্ডিশনার জিনিসটা চুলের টেক্সচারের উপর নির্ভর করে৷ এক এক ধরনের চুলের ক্ষেত্রে এক এক ধরনের কন্ডিশনার৷ তাই সবচেয়ে ভাল হয়, রোজ তেল এবং শ্যাম্পু লাগানো ৷ তাহলেই অনেক সমস্যার সমাধান হতে পারে৷ কলকাতা বা পূর্ব ভারতে যেমন বড় এবং ‘সিম্পল’ চুলের ট্রেন্ড ৷ কিন্তু এখানকার আবহাওয়ায় আর্দ্রতার পরিমাণ অনেক বেশি ৷ তাই চুলে এবং ত্বকে তেলচিটে ভাবটাও বেশি থাকে৷ এখানে তো প্রতিদিন শ্যাম্পু করাটা  মাস্ট ৷

advertisement

•  হেয়ার কাটিং-এর ট্রেনিং-এর বিষয়টি যদি একটু বিষদে বলেন৷ এবং এই হেয়ার স্টাইলিং শিল্পকে কীভাবে নিজেদের প্রফেশন হিসেবে আজকালকার ছেলেমেয়েরা নিচ্ছে বলে আপনি মনে করেন?

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

জাভেদ হাবিব: আমি মনে করি একজন ভাল হেয়ার স্টাইলিস্টের কাজ একজন ডাক্তারের মতোই ৷ একটা ভাল হেয়ার কাটিং একজন মানুষের পুরো পার্সোন্যালিটি বদলে দিতে পারে ৷ চুল কাটার শিল্প এমনই যে তা যে কারোর বয়স এক নিমেষে কমিয়ে দিতে পারে ৷ এবং চুল কাটার পর একজনের ‘লুকস’ আরও বেশি ফ্রেশ লাগতে পারে ৷ হেয়ার কাটিং-এর শিল্পকে এখন আর নাপিতের কাজ বলা যেতে পারে না ৷ এর যথাযথ প্রশিক্ষণের জন্য অবশ্যই আপনাকে যেতে হবে একটা ভাল ট্রেনিং স্কুল এবং পাঠশালায় ৷ মুম্বই-দিল্লি থেকে হায়দরাবাদ-কলকাতা সর্বত্রই আমি এই কাজের উদ্দেশ্যে ঘুরে বেড়াই ৷ এই শহরেও আমার অনেক ট্রেনিং ইনস্টিটিউট আছে ৷ চুল ভাল রাখার জন্য তাই প্রতিদিন এই সহজ উপায় যত্ন নেওয়াটা অত্যন্ত প্রয়োজন বলে আমি মনে করি ৷

advertisement

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
চুল ভাল রাখতে শ্যাম্পুর আগে প্রতিদিন এই জিনিসটা লাগাতে ভুলবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল