advertisement
ভিডিওটি একটি সিসিটিভি ফুটেজ এবং সংবাদ সংস্থা ANI Twitter-এ ভিডিওটি-কে শেয়ার করে। ফুটেজটি নেট মাধ্যমে সামনে আসতেই হু-হু করে বাড়তে থাকে এর ভিউ-এর সংখ্যা। এখনও পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। সোমবার মহারাষ্ট্রের জেলাগুলিতে ঘূর্ণিঝড় তাউকতাই প্রবল তাণ্ডব চালায়। মহারাষ্ট্রের কোঙ্কনে ঘূর্ণিঝড়ের কারণে প্রাণ হারিয়েছেন ৬ জন। একাধিক মানুষের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঘণ্টায় ১০০ কিমি বেগে ঝড় বয়ে গিয়েছে। প্রচুর গাছ উপড়ে পড়েছে। ২,৫০০-এরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর প্রায় ১১ ঘন্টা বন্ধ রাখতে হয়েছে। ঘূর্ণিঝড় তাউকতাইয়ের কারণে ২৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আবহাওয়াবিদদের দাবি মুম্বই-এ এমন বৃষ্টি রেকর্ড গড়েছে যা ইতিহাস হয়ে থাকবে।
ঝড়ের দাপটে মহারাষ্ট্র ও গুজরাতের পাশাপাশি গোয়াতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ৷ গোয়ায় বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত ৷ উপকূলবর্তী এলাকার উপর দিয়ে ঝড় যাওয়ার সময়ে প্রায় ৭০০ লাইট পোস্ট পড়ে গিয়েছে এবং ২০০-৩০০ ট্রান্সফরমার উপড়ে গিয়ে বিপর্যস্ত বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছু সময় লাগবে।