সাধারণত বিভিন্ন জায়গায় যখন প্রতিযোগিতা, অনুষ্ঠান হয়, তখন ছেলেদের জন্য বিভিন্ন রকম অ্যাথলেটিক্স ও স্পোর্টস থাকে। আর মেয়েদের জন্য বরাদ্দ থাকে বাতি জ্বালনো, রন্ধন প্রতিযোগিতার মতো প্রতিযোগিতা। সেই ধারা মুছে ফেলতে এই আয়োজন করা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন মেয়েরা এখন সমস্ত কিছু পারে। উল্টে ছেলেরাই অনেক ক্ষেত্রে রান্না পারেনা। ফলে সকলকে সবকিছু শিখতে হবে। যার জন্য এই প্রতিযোগিতার আয়োজন।
advertisement
প্রতিযোগিতা ইতিমধ্যে সবার মধ্যে সাড়া ফলে দিয়েছে। এ নিয়ে উদ্যোক্তাদের পক্ষ থেকে সুপর্ণা মান্না জানিয়েছেন, যে কোনও কিছু শুধু ছেলে অথবা মেয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সকলেরই জানা উচিত। ফলে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বর্তমান সমাজে মেয়েরা জীবনের প্রতিটি ক্ষেত্রেই সমানভাবে সক্ষম। রান্না হোক বা খেলাধুলা সব কাজই শেখা এবং জানা সকলের জন্য প্রয়োজনীয়। বরং বাস্তবে অনেক সময় দেখা যায়, ছেলেরাই রান্নার মতো প্রয়োজনীয় দক্ষতায় পিছিয়ে থাকে। সেই কারণেই ছেলে ও মেয়ে নির্বিশেষে সকলকে সব ধরনের কাজের সঙ্গে পরিচিত করতেই এই উদ্যোগ। এই উদ্যোগ সামাজিক মানসিকতার পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন উপস্থিত দর্শক ও স্থানীয়রা।