মায়ের স্তন্যপান করেই সন্তানের আস্তে আস্তে মেরুদণ্ড শক্ত ও সোজা হয়ে থাকে ৷ তিলে তিলে মায়ের করুণার স্পর্শেই সন্তানের হৃদয় উষ্ণ হয় ৷ বেড়ে ওঠে সন্তান ৷ দেশের একজন দশের একজন করার লক্ষ্যেই মা সন্তানকে ভাল আচার আচরণ ও শিক্ষাদীক্ষা দিয়ে থাকেন ৷
advertisement
ছোট্টবেলায় মাকে বেশি ত্যাগ করতে হয় সন্তানের ঘুম, খাওয়া, পরে শিক্ষা, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য ইত্যাদি নিয়ে ৷ সঠিক পুষ্টি সন্তান পাচ্ছে কি না ? সেই বিষয়েও মায়ের বরাবরের চোখ থাকে ৷ এমনই এক ভিডিওতে দেখা গিয়েছে মা সন্তানকে খাওয়াচ্ছেন জলের বোতলের বাইরে আনারসের আস্তরণ বসিয়ে, কলা টুকরো টুকরো করে কেটে নামী দামি সংস্থার চিপসের প্যাকেটে ভরে খাওয়াচ্ছেন ৷ কখনও বা চকোলেটের মোড়কের মধ্যে আপেল টুকরো টুকরো করে কেটে সন্তানকে খেতে দিচ্ছেন সন্তানও চকোলেট ভেবে খেয়ে নিচ্ছে ৷ এমন মানকে কুর্নিশ না করে পারাই যায়না ৷ এমনই এক ভিডিও প্রকাশ্যে আসতেই নিমেষেই হয়েছে ভাইরাল ৷