TRENDING:

এটাই সাজের শেষ কথা- মাস্কারা লাগানোর সময় এই ভুলগুলো ভুলেও করবেন না

Last Updated:

Mascara Tips: কীভাবে মাস্কারা লাগানো উচিত আর কোন ভুলগুলো এড়িয়ে চললে আরও ভাল হয়, সেটাই দেখে নেওয়া যাক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুখের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল চোখ। তাই যাঁরা সাজতে ভালোবাসেন তাঁরা চোখের মেকআপে অনেক বেশি সময় দেন। কাজল, আইলাইনার, আইশ্যাডো ছাড়াও চোখের মেকআপের অন্যতম প্রসাধনী হল মাস্কারা। চোখের পাতায় লাগানো হয় মাস্কারা যা চোখের পাতাকে আরও বেশি লম্বা ও ঘন দেখিয়ে চোখের সৌন্দর্য ফুটিয়ে তোলে। কিন্তু অনেকেই মাস্কারা লাগানোর সঠিক নিয়ম জানেন না। ফলে তাঁদের মাস্কারা লাগানোর পরে সাজ নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকেই যায়। কীভাবে মাস্কারা লাগানো উচিত আর কোন ভুলগুলো এড়িয়ে চললে আরও ভাল হয়, সেটাই দেখে নেওয়া যাক।
মাস্কারা লাগানোর পরে সাজ নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকেই যায়
মাস্কারা লাগানোর পরে সাজ নষ্ট হয়ে যাওয়ার একটা আশঙ্কা থেকেই যায়
advertisement

সঠিক ভাবে লাগাতে হবে

মাস্কারা লাগাতে হবে গোড়া থেকে ডগা পর্যন্ত ধীরে ধীরে। এইভাবে লাগালে খুব সহজেই চোখের পাতায় মাস্কারা লাগানো যাবে।

উপরের পাতায় লাগানো

মাস্কারা লাগানোর সময় প্রথমেই উপরের পাতায় লাগানো ভুল। প্রথমে নিচের পাতায় খুব হাল্কা করে মাস্কারা দিতে হবে। তারপর উপরের পাতায় গোড়া থেকে মাস্কারা লাগাতে হবে এবং সেই সময় সোজা তাকিয়ে থাকতে হবে। উপরের পাতায় মাস্কারা লাগানোর পর চোখের পাতা জিগ জ্যাগ মোশনে ঘোরাতে হবে এতে চোখের পাতা লম্বা লাগবে।

advertisement

আরও পড়ুন : উঠতে বসতে হাড়ে মটমট আওয়াজ? এই লক্ষণ কিন্তু ভাল নয়, জানুন সমস্যা কোথায়

একই মাস্কারার ব্যবহার

এটাও একটি ভুল যা অনেকেই করে থাকেন। বাজারে বেশ অনেক রকমের মাস্কারা পাওয়া যায় যা বিভিন্ন রকমের হয়। কিছু মাস্কারা চোখের পাতার ঘনত্ব বাড়ায়, আবার কিছু মাস্কারাতে চোখের পাতা লম্বা দেখায়। তাই মাস্কারা যদি খুব প্রিয় হয় তাহলে সঙ্গে দুই তিন রকমের মাস্কারা রাখতে হবে।

advertisement

ওয়াটার প্রুফ মাস্কারা

ওয়াটার প্রুফ মাস্কারার সবচেয়ে বড় সুবিধা হল এটা ঘেঁটে যায় না।কিন্তু এই জাতীয় মাস্কারা রোজ লাগাতে নেই । কারণ এতে চোখের পাতা ক্ষতিগ্রস্ত হতে পারে। ওয়াটার প্রুফ মাস্কারা সবচেয়ে বেশি দরকার হয় সমুদ্র সৈকতে গেলে কারণ সেখানেই জলের সংস্পর্শে আসার সম্ভাবনা বেশি।

advertisement

মাস্কারা তোলার উপায়

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

মাস্কারা হল এমন একটি প্রসাধনী যা বেশ দ্রুত শুকিয়ে যায়। অনেকেই আছেন যাঁরা নখ দিয়ে টেনে সেই শুকনো মাস্কারা তোলার চেষ্টা করেন। এতে চোখের পাতা ভেঙে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়। মাস্কারাও মেকআপের মতো রিমুভার দিয়ে তুলে ফেলতে হয়। নারকেল তেল দিয়েও এটা তোলা যায়।

বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
এটাই সাজের শেষ কথা- মাস্কারা লাগানোর সময় এই ভুলগুলো ভুলেও করবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল