TRENDING:

এবার বসন্তে ফুরফুরে অন্তর্বাস ! পড়ে নিন

Last Updated:

ব্র্যান্ডের জামাকাপড় কিনতে যেমন দারুণ লাগে তেমনি ব্র্যান্ডেড লঞ্জারি কেনাটাও যে কতটা জরুরি সেটা নিশ্চয়ই জানেন ৷ লজাঁরির সঙ্গে বিউটি প্রডাক্টস বা পারফিউমও যদি একইসঙ্গে পাওয়া যায়, তাহলে তো কথাই নেই ৷ আর ঠিক এই জিনিসটাই করতে সফল বিখ্যাত ব্রিটিশ ব্র্যান্ড মার্কস অ্যান্ড স্পেনসর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  লজাঁরি ৷ এমন একটা জিনিস যা সবারই প্রয়োজন ৷ কিন্তু শপিং-এ গেলে কেন জানি সপরিবারে এই জিনিস কিনতে অধিকাংশ মানুষই লজ্জা পান ৷ শপিং মলে গিয়ে সবাই মিলে দারুণ শপিং করছেন ৷ হঠাৎই লজাঁরি কেনার বেলায় কেমন যেন দলছুট হয়ে একা একা বাছাই করতে শুরু করেন নিজের পছন্দের ‘ব্রা’, ‘নিকার সেট’ বা অন্যান্য যেকোনও আন্ডারওয়্যার ৷ ব্র্যান্ডের জামাকাপড় কিনতে যেমন দারুণ লাগে তেমনি ব্র্যান্ডেড লঞ্জারি কেনাটাও যে কতটা জরুরি সেটা নিশ্চয়ই জানেন ৷ লজাঁরির সঙ্গে বিউটি প্রডাক্টস বা পারফিউমও যদি একইসঙ্গে পাওয়া যায়, তাহলে তো কথাই নেই ৷ আর ঠিক এই জিনিসটাই করতে সফল বিখ্যাত ব্রিটিশ ব্র্যান্ড মার্কস অ্যান্ড স্পেনসর ৷ ভারতে ২০০৮ সাল থেকেই রিলায়েন্স রিটেলের সঙ্গে যৌথভাবে ব্যবসা করেছে এই ব্রিটিশ সংস্থা ৷ যে ব্যবসার বিস্তার দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে ৷ দেশের অন্যান্য মেট্রো শহরগুলির মতো কলকাতাতেও তিনটি স্টোর ইতিমধ্যেই খুলে ফেলেছে  M & S ৷
advertisement

কসবার একটি মলে সম্প্রতি উদ্বোধন হয়েছে মার্কস অ্যান্ড স্পেনসরের নতুন স্টোর ৷ যেখানে জামাকাপড় এবং লজাঁরি ও বিউটি প্রডাক্টসের জন্য দুটি আলাদা আলাদা স্টোর খুলেছে সংস্থা ৷ এখন বসন্ত ৷ তাই শুরুতেই চাই ‘স্প্রিং কালেকশন’ ৷ এম অ্যান্ড এস-এর লঞ্জারির স্প্রিং কালেকশন সারা বিশ্বের মহিলাদের কাছেই অত্যন্ত জনপ্রিয় ৷ এবার সেই দুর্দান্ত কালেকশনের সম্ভার মিলবে এই শহরেও ৷  একটা বা দু’টো নয় একেবারে ১৬ টি লজাঁরির স্প্রিং কালেকশন পাওয়া যাচ্ছে শহরের মার্কস অ্যান্ড স্পেনসরের স্টোরগুলিতে ৷ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বেনু নায়ার নেটওয়ার্ক ১৮-কে বলেন, ‘‘ আমাদের ডিজাইনার টিম সারা বছর ধরেই চলতি ট্রেন্ড এবং গ্রাহকদের পছন্দের উপর নজর রেখে লজাঁরির ডিজাইন করে ৷ যেখানে রং , স্টাইল, প্রিন্ট বা শেডস সবের উপরই যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় ৷ ফিটিংস এবং কমফর্টই হল আমাদের কাছে সবচেয়ে জরুরি ৷  ‘শেপ ওয়্যার’,  ‘নিকার্স’, ‘হোসিয়ারি’, ‘স্লিপওয়্যার’, ‘স্পোর্টস ব্রা’ সবেরই দুর্দান্ত কালেকশন রয়েছে আমাদের ৷ আর শুধু মহিলাদের জন্যই নয়, পুরুষদের জন্যও রয়েছে বিশেষ ‘পারফিউম’ , ‘ডিও’, ‘বডি স্প্রে’ এমনকী ‘আফটার শেভ’ লোশনও ৷ ’’ কলকাতায় মার্কস অ্যান্ড স্পেনসরের স্টোরে নতুন স্প্রিং কালেকশন লজাঁরি এবং বিউটি প্রডাক্টসের উদ্বোধন করেন অভিনেত্রী বরখা বিস্ত ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
এবার বসন্তে ফুরফুরে অন্তর্বাস ! পড়ে নিন