কসবার একটি মলে সম্প্রতি উদ্বোধন হয়েছে মার্কস অ্যান্ড স্পেনসরের নতুন স্টোর ৷ যেখানে জামাকাপড় এবং লজাঁরি ও বিউটি প্রডাক্টসের জন্য দুটি আলাদা আলাদা স্টোর খুলেছে সংস্থা ৷ এখন বসন্ত ৷ তাই শুরুতেই চাই ‘স্প্রিং কালেকশন’ ৷ এম অ্যান্ড এস-এর লঞ্জারির স্প্রিং কালেকশন সারা বিশ্বের মহিলাদের কাছেই অত্যন্ত জনপ্রিয় ৷ এবার সেই দুর্দান্ত কালেকশনের সম্ভার মিলবে এই শহরেও ৷ একটা বা দু’টো নয় একেবারে ১৬ টি লজাঁরির স্প্রিং কালেকশন পাওয়া যাচ্ছে শহরের মার্কস অ্যান্ড স্পেনসরের স্টোরগুলিতে ৷ সংস্থার ম্যানেজিং ডিরেক্টর বেনু নায়ার নেটওয়ার্ক ১৮-কে বলেন, ‘‘ আমাদের ডিজাইনার টিম সারা বছর ধরেই চলতি ট্রেন্ড এবং গ্রাহকদের পছন্দের উপর নজর রেখে লজাঁরির ডিজাইন করে ৷ যেখানে রং , স্টাইল, প্রিন্ট বা শেডস সবের উপরই যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় ৷ ফিটিংস এবং কমফর্টই হল আমাদের কাছে সবচেয়ে জরুরি ৷ ‘শেপ ওয়্যার’, ‘নিকার্স’, ‘হোসিয়ারি’, ‘স্লিপওয়্যার’, ‘স্পোর্টস ব্রা’ সবেরই দুর্দান্ত কালেকশন রয়েছে আমাদের ৷ আর শুধু মহিলাদের জন্যই নয়, পুরুষদের জন্যও রয়েছে বিশেষ ‘পারফিউম’ , ‘ডিও’, ‘বডি স্প্রে’ এমনকী ‘আফটার শেভ’ লোশনও ৷ ’’ কলকাতায় মার্কস অ্যান্ড স্পেনসরের স্টোরে নতুন স্প্রিং কালেকশন লজাঁরি এবং বিউটি প্রডাক্টসের উদ্বোধন করেন অভিনেত্রী বরখা বিস্ত ৷
advertisement